হিন্দোল দে, কলকাতা: ইএম বাইপাসের ওপর অম্বেডকর উড়ালপুলে চলছে ভারবহন ক্ষমতার পরীক্ষা। সেকারণে বন্ধ রয়েছে দক্ষিণমুখী লেন। উত্তরমুখী লেনকে দ্বিমুখী করে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলের একাংশ।


মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর ধাপে ধাপে শহরের বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো ইএম বাইপাসের ওপর অম্বেডকর উড়ালপুলে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ভারবহন ক্ষমতার পরীক্ষা।


ফলে উড়ালপুলের একটি লেন বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। রুবি থেকে সায়েন্স সিটি যেতে পড়ে অম্বেডকর উড়ালপুল। উইকএন্ডে এই উড়ালপুলেরই দক্ষিণমুখী লেন বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা চলছে। বিকল্প ব্যবস্থা হিসেবে সেতুর উত্তরমুখী লেন অর্থাৎ, গড়িয়ার দিক থেকে উল্টোডাঙাগামী লেন দিয়ে দ্বিমুখী যান চলাচল করছে। 


একটি লেন বন্ধ থাকলেও, যেহেতু সপ্তাহান্তে কাজ চলছে তাই যানজটের চাপ কিছুটা কম থাকবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন। স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেলে, সোমবার সকাল ৬টার পর ফের খুলে দেওয়া হবে অম্বেডকর উড়ালপুলের দু’টি লেন।