রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নিমতিতা স্টেশনে মন্ত্রীর উপর হামলার রেশ কাটার আগেই সুতিতে বিদ্যুৎ অফিসের পাশে রাস্তা থেকে উদ্ধার হল বিস্ফোরক। 


আজ সকালে খোলা বস্তায় ওই বিস্ফোরক মেলে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে বিস্ফোরক বোঝাই বস্তা উদ্ধার করে। 


প্রাথমিক তদন্তে অনুমান, তল্লাশির আশঙ্কায় বস্তাভর্তি বিস্ফোরক ফেলে দিয়ে যাওয়া হয়েছে। কীভাবে ওই বিস্ফোরক ওখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।


গত বুধবার রাতে মুর্শিদাবাদের বহরমপুরে নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। অন্ধকারের মধ্যে দিয়ে এই প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময়ই বুধবার রাতে বিস্ফোরণে জখম হন শ্রম প্রতিমন্ত্রী।


বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৩টি রেললাইন ও ১টি প্ল্যাটফর্ম পেরিয়ে বিস্ফোরণে উড়ে যাওয়া পায়ের বুড়ো আঙুল উদ্ধার হল প্রায় ১০৩ ফুট দূরে টিকিট কাউন্টারের ছাদ থেকে।


হামলার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান সিআইডির গোয়েন্দাদের। তদন্তকারীদের আরও সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করে রাজ্যের মন্ত্রীর উপর হামলা করা হয়েছে । 


তদন্তকারীদের অনুমান,  আগে একাধিকবার রেকি করেছিল হামলাকারীরা। তারপর ব্যাগে বিস্ফোরক এমনভাবে রাখা হয়েছিল, যাতে মন্ত্রী যাওয়ার সময়, কারও না কারও পায়ে ব্যাগটি লাগে এবং সেটি ফেটে যায়।


নিমতিতা থেকে ৫ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত।  ফলে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তরকারীরা। 


আর সেই হামলার রেশ মিটতে না মিটতেই এবার ফের বিস্ফোরক উদ্ধার জেলায়।