আবীর দত্ত, কলকাতা: ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য গতকাল রাত থেকে আংশিক বন্ধ সায়েন্সসিটি থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকর সেতু। দু’ দফায় ১৩ জুন পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। ১৪ জুন সকাল ৬টা থেকে ফের শুরু হবে যান চলাচল। অন্যদিকে, কালভার্টের সংস্কারের জন্য গতকাল থেকে আংশিক বন্ধ রেড রোডে যান চলাচল।  আগামী ১৭ জুন রাত ১০টা পর্যন্ত রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।


কার্যত লকডাউনের সময় রাস্তায় যান চলাচল কম। এই প্রেক্ষিতে শহরের দুটি ব্যস্ত রাস্তা ও সেতুতে সংস্কারের কাজে হাত দিল প্রশাসন। ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য সায়েন্সসিটি থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকর সেতু শনিবার রাত থেকে দু’দফায় আগামী ১৩ জুন পর্যন্ত আংশিক বন্ধ থাকবে। কালভার্টের মেরামতির জন্য শনিবার থেকে আগামী ১৭ জুন পর্যন্ত আংশিক বন্ধ থাকবে রেড রোড।


রবিবার সকালে দেখা যায়, আম্বেদকর সেতুর উত্তরমুখী রাস্তা বন্ধ। দক্ষিণমুখী রাস্তা দিয়ে দু’দিকের যান চলাচল করছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, KMDA আম্বেদকর সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে। তাই শনিবার, ৫ জুন রাত ৮টা থেকে বন্ধ করা হয়েছে সেতুর উত্তরমুখী রাস্তা।  আগামী ৯ জুন, বুধবার সকাল ৬টা পর্যন্ত উত্তরমুখী লেন বন্ধ থাকবে।  এরপর দ্বিতীয় দফায় আগামী ১০ জুন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে দক্ষিণমুখী লেন বন্ধ করা হবে।  ১৪ জুন সকাল ৬টায় ফের খুলে দেওয়া হবে আম্বেদকর সেতুর দু’টি লেন।  ওই সময় উত্তরমুখী লেন দিয়ে দু’দিকের যান চলাচল করবে।


বছরখানেক আগেও আম্বেদকর সেতুর ভারবহন ক্ষমতার পরীক্ষা হয়েছিল।  এরই মধ্যে, শনিবার, ৫ জুন থেকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোডে আংশিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কালভার্টের সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত।  আপাতত একদিকের লেন দিয়ে যান চলাচল করছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, আগামী ১৭ জুন, রাত ১০টা পর্যন্ত রেড রোড আংশিক বন্ধ থাকবে ।