লিমা: পাহাড়-পর্বতের প্রতি ছিল অমোঘ আকর্ষণ। সেই টান থেকেই ঘর ছেড়েছিলেন ২২ বছর আগে। সেই থেকে আর ঘরে ফেরা হয়নি উইলিয়াম স্ট্যাম্পফলের। পেরুতে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আমেরিকার নাগরিক উইলিয়াম। দীর্ঘ ২২ বছর পর তাঁর খোঁজ মিলল মমির আকারে। জলবায়ু পরিবর্তনের জেরে বরফ গলে গিয়ে তাঁর দেহটি মমির আকারে পর্বতের বুকেই সংরক্ষিত ছিল বলে জানা গিয়েছে। (American Mountaineer Mummified)


২০০২ সালে পেরুতে পর্বতারোহণের লক্ষ্য় নিয়ে বাড়ি ছাড়েন ৫৯ বছরের উইলিয়াম। ৬ হাজার ৭০০ মিটার উঁচু পেরুর উয়াস্কারান পর্বতের চূড়ায় পৌঁছনোই ছিল লক্ষ্য। সেই মতো জুন মাসে যাত্রা শুরু করেন উইলিয়াম। কিন্তু যাত্রা শুরুর পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। জানা যায়, পর্বত আরোহণের সময় প্রবল তুষারধস নামে, তাতেই ছিটকে যান উইলিয়াম এবং তাঁর সঙ্গে থাকা অভিযাত্রীদের দল। (Huascaran Mountain in Peru)


সেই সময় উইলিয়ামের খোঁজে চিরুনি তল্লাশি চলে। কিন্তু বিস্তর খোঁজাখুঁজির পরও উইলিয়ামের হদিশ মেলেনি। শেষ পর্যন্ত, আন্দিজ পর্বতমালার অন্তর্গত কর্ডিলেরা ব্লাঙ্কা শৃঙ্গে উইলিয়ামের খোঁজ মেলে সম্প্রতি। সোমবার সেই খবর প্রকাশ করে পেরু সরকার। জলবায়ু পরিবর্তনের জেরে ওই শৃঙ্গের উপরের বরফের আস্তরণ গলে যায়, তাতেই উইলিয়ামের দেহটি বেরিয়ে পড়ে বলে জানা গিয়েছে। 



আরও পড়ুন: Napoleon Pistols Auctioned: সব হারিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে, নেপোলিয়নের সেই পিস্তল বিকোল ১৬ কোটিতে


কিন্তু মৃতদেহ বা কঙ্কালরূপে নয়, উইলিয়ামের মমি উদ্ধার হয়েছে পর্বতশৃঙ্গ থেকে। পেরুর পুলিশ জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় উইলিয়ামের দেহটি সংরক্ষিত ছিল। তাঁর জামা-কাপড়, জুতো, পর্বতারোহণের সাজসরঞ্জাম সব কিছুই সংরক্ষিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পাওয়া গিয়েছে পাসপোর্টও, যা দেখে তাঁকে ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাাওয়া উইলিয়াম বলে শনাক্ত করা যায়। 


পেরুর উত্তর-পূর্বের পর্বতমালা বরাবরই পর্বতারোহীদের কাছে আকর্ষণ। বরফে ঢাকা উয়াস্কারানর, কাশান শৃঙ্গে পৌঁছতে বছরভরই ভিড় লেগে থাকে পর্বতারোহীদের। পৃথিবীর বহু দেশ থেকে মানুষজন শুধুমাত্র পর্বতারোহণের জন্যই ছুটে আসেন। এর আগে, চলতি বছরের মে মাসে এত ইজরায়েলি নাগরিকের দেহ উদ্ধার হয় সেখানে। নিখোঁজ হওয়ার একমাস পর তাঁর দেহ উদ্ধার হয়। জুন মাসে অভিজ্ঞ এক ইতালীয় পর্বতারোহীর দেহ উদ্ধার হয় আন্দিজ পর্বতমালার একটি শৃঙ্গের উপর থেকে।