সীমান্ত নিয়ে বিবাদকে ভুলে নেপালের প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, ভারতের কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চন দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই করছি।
শনিবার রাতে অমিতাভ বচ্চনের কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। ক্রমে তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত আসতে থাকা এই খবরে শুধু বলিউড ইন্ডাস্ট্রিই নয়, সারা পৃথিবীর অগণিত মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করতে থাকেন বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে। ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূতও ট্যুইট করে বলেন, যে বিশ্বে বিগ-বি-র অগণিত ভক্তের মতো তিনিও চান এই অভিনেতা ও তাঁর পরিবারের সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুন।