নয়াদিল্লি: ভোপালে গত ২৫ জুলাই থেকে পুরোপুরি লকডাউন চলছে। আগামীকাল তার মেয়াদ শেষ হবে। কিন্তু এরই মাঝে ভোপাল সেন্ট্রাল আসনের বিধায়ক আরিফ মাসুদ রাখি তৈরির নানা উপকরণ পাঠিয়ে দিয়েছেন ২০ হাজার হিন্দু মহিলার বাড়িতে। এঁদের বেশিরভাগই দরিদ্র পরিবারের। রাখিবন্ধন উৎসবের প্রাক্কালে ভিন্ন সম্প্রদায়ের এক জনপ্রতিনিধির এমন উদ্যোগ আলাদা করে মন টেনেছে মানুষের। আরিফ জানান,টানা লকডাউনের কারণে আর্থিক সমস্যায় রয়েছে বহু পরিবার। কিন্তু তার মধ্যেও যেন রাখি উৎসবের রং হারিয়ে না যায়, সে জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
রাখির সুতো পৌঁছে যাওয়ায় এলাকার মহিলারা যারপরনাই খুশি। লকডাউনের মধ্যেও একটু আনন্দের বাতাস বয়ে গিয়েছে তাঁদের মধ্যে। দ্রুত তাঁরা রাখি বাঁধার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রাখির সুতোর উপরে প্রথাগত হিন্দু রীতিতে ওঁ লেখা রয়েছে। রাখির সঙ্গে সঙ্গে নারকেল ইত্যাদিও এসেছে সবার বাড়ি। সেসবও বন্টনের আয়োজন চলছে।
আরিফ মাসুদ বলেন, এতদিন ধরে লকডাউনের ফলে মহিলারা রাখি কিনতে পারেননি, যাঁরা রাখি বানিয়ে ভাইয়ের হাতে দেন, তাঁরা রাখি বানানোর উপকরণ জোগাড় করতে পারেননি। হাতে টাকার টানাটানিও রয়েছে। তাই উৎসবের দিনে এগুলি তাঁদের হাতে তুলে দিতে পেরে আমি যারপরনাই খুশি। আরিফ জানান, তাঁর এলাকায় রাখি খুব ধুমধাম করে পালিত হয়। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়, এই সংস্কৃতি তাঁর খুব প্রিয়। লকডাউনের কারণে সেটা বন্ধ থাকতে পারে না।