কলকাতা: প্রতি তিনজনের মধ্যে একজন নিদ্রাহীনতার সমস্যায় ভোগেন। বহু বয়স্ক মানুষ আছেন, ৮ ঘণ্টার টানা ঘুমের জন্য যাঁরা হাপিত্যেশ করে বসে থাকেন কিন্তু ঘুম আসে কই। এর কারণ হতে পারে ভুল রাতের খাবার নির্বাচন, মদ খাওয়া আর মানসিক চাপ।
বহু মানুষ আছেন, যাঁদের ৬ ঘণ্টার বেশি ঘুম হয় না। আলো নেভানোর পরেও না ঘুমিয়ে কিছু না কিছু ভাবনাচিন্তা করেন ৫৩ শতাংশ মানুষ। কিন্তু জানেন কি, এমন বেশ কিছু খাবার আছে, যা খেলে রাতে দারুণ ঘুম হবে? চলুন, দেখে নেওয়া যাক।
কলা- ম্যাগনেসিয়ামে ভরপুর কলা পেশী শিথিল করে। ক্ষরণ হয় সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন।
মধু- এক চামচ মধুতে যে পরিমাণ গ্লুকোজ থাকে তা মস্তিষ্কে ওরিসিনকে (এমন এক রাসায়নিক যা অ্যালার্টনেস বাড়িয়ে দেয়) কমিয়ে দেয়। ফলে সহজে ঘুম আসে।
বাদাম- সমীক্ষায় দেখা গিয়েছে, স্ট্রেস বেশি থাকার কারণে ঘুম আসতে দেরি হয়। বাদামে রয়েছে ট্রাইটোফেন ও ম্যাগনেসিয়াম, যা স্বাভাবিকভাবে পেশী শিথিল করে, কমিয়ে দেয় স্নায়ুচাপ।
ওটস- ওটমিলের দানা ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয়, বাড়ায় ব্লাড সুগার। ওটস মেলাটোনিনেও ভরপুর।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাতে ঘুম হয় না? এই সব খাবার খেয়ে দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2020 03:09 PM (IST)
বহু মানুষ আছেন, যাঁদের ৬ ঘণ্টার বেশি ঘুম হয় না। আলো নেভানোর পরেও না ঘুমিয়ে কিছু না কিছু ভাবনাচিন্তা করেন ৫৩ শতাংশ মানুষ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -