সাইবাবার জন্মস্থান বিতর্ক: সিরডি বন‍্‍ধ হলেও খোলা মন্দির, আশ্বাস কর্তৃপক্ষের

শোনা যায়, বিতর্কের জেরে বন্ধ থাকবে সিরডি সাই মন্দিরও। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সাইবাবা সমাধি বোর্ডের প্রশাসনিক কর্তারা

Continues below advertisement
সিরডি: সাইবাবার জন্মস্থান নিয়ে বিতর্কের জের। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন‍্‍ধ মহারাষ্ট্রের সিরডিতে। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে ঘোষণা করেন, পার্বনী জেলার পাথরিতে জন্ম সাই বাবার। সেই জায়গাকে ঢেলে সাজানোর কথাও বলেন উদ্ধব। তারপরই অসন্তোষ দানা বাঁধে সিরডিতে। শোনা যায়, ওই বিতর্কের জেরে বন্ধ থাকবে সিরডি সাই মন্দিরও। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সাইবাবা সমাধি বোর্ডের প্রশাসনিক কর্তারা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিরডিতে বন‍্‍ধ চললেও, মন্দির খোলা থাকছে নিয়ম মতোই। সাইবাবা সংস্থান ট্রাস্টের সিইও দীপক মাদুকর মুগলিকর জানিয়েছেন, রবিবার সিরডির মন্দির খোলাই থাকবে। শহরের বন‍্‍ধ-এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দর্শনার্থীরাও কোনও সমস্যায় পড়বেন না বলে আশ্বাস দেন তিনি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে মানুষ ছুটে আসেন। ভারতের সবথেকে বড় মন্দিরগুলির মধ্যে অন্যতম সিরডি। এই মন্দিরকে ঘিরে আছে কম-বেশি ২৪টি গ্রাম। এই প্রতিটি গ্রামই ঘোষিত বন‍্‍ধ-এ সামিল হতে পারে বলে জানা গেছে। কিন্তু সিরডির এই বন‍্‍ধ নিয়ে শিবসেনার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Continues below advertisement
Sponsored Links by Taboola