কলকাতা: ২০২১-এর বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে এলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি-অমিত শাহর আর এক সেনাপতি সুনীল দেওধর। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

সোমবার কলকাতায় পা রেখেছেন বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যে বিজেপির নব-নিযুক্ত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। দাবি করেছেন, একুশে জিতবে বিজেপি। অল্পদিন আগে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের সামনে ২০০ আসনের টার্গেট বেঁধে দেন তিনি।

কীভাবে এই লক্ষ্যে পৌঁছনো যায়, সেই রণকৌশল ঠিক করতেই আজ কলকাতায় বৈঠকে বসবে রাজ্য বিজেপি। সেখানে অমিত মালব্যর পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধর, যিনি বিজেপির অন্দরে ভোট ম্যানেজার হিসেবে পরিচিত, যাঁর নেতৃত্বে লড়াই করে ত্রিপুরার বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। বাংলার বিধানসভা ভোট নিয়েও আত্মবিশ্বাসী তিনি। দাবি করেছেন, তৃণমূলের শেষের শুরু হয়েছে। একুশে তিন চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধরকে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গ সফরের পর দেওধর ৩ জেলার সংগঠনের হাল নিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন।

তৃণমূল অবশ্য বিজেপির বৈঠককে গুরুত্ব দিতে নারাজ।