আগরতলা : নতুন বছরের শুরুতেই 'রাম-মন্দির' উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। ত্রিপুরা সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, আগামী বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে বলেই জানিয়ে দিলেন অমিত শাহ। ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুমের জনসভা থেকে ভোটমুখী রাজ্যে দাঁড়িয়ে যে 'বড়' ঘোষণা করলেন অমিত শাহ।


চলতি বছরের শুরুতেই বিধানসভা ভোট ত্রিপুরায়। আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলা ভোটযুদ্ধের প্রাক্কালে রাম মন্দির ইস্যুতে শান দেওয়ার পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা। অমিত শাহের আক্রমণ, স্বাধীনতার পর থেকে বারবার রাম মন্দির তৈরির কাজ পিছিয়ে দিতে চেয়েছে কংগ্রেস। করেছে প্রচুর টালবাহানা। অন্যদিকে, সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশের পরই মন্দির তৈরির কাজের জন্য ভূমিপুজো করতে ছুটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। প্রসঙ্গত, দীর্ঘ আইনি লড়াই শেষে রাম মন্দির তৈরির বিষয়টিতে সবুজ সংকেত দেয় দেশের সর্বোচ্চ আদালত। যার পরই কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয় রাম মন্দির তৈরির ইস্যুতে।


এদিকে, ত্রিপুরার বিধানসভা ভোটের (Tripura Assembly Election) কথা মাথায় রেখে কংগ্রেসের (Congress) পাশাপাশি বামেদেরও আক্রমণ শানান অমিত শাহ। ত্রিপুরায় দীর্ঘদিন ধরে চলেছিল বাম শাসন। যার পর আপাতত গেরুয়া শিবির ত্রিপুরার ক্ষমতায়। অমিত শাহের আক্রমণ, তিন দশক ধরে ত্রিপুরা শাসন করলেও রাজ্যের সমস্যা মেটাতে বাম সরকার প্রবলভাবে ব্যর্থ হয়েছে বলেই অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি অমিত শাহের খোঁচা, কংগ্রেস দেশ থেকে দূর হয়ে গিয়েছে, আর বামেরা গোটা বিশ্ব থেকে দূর হয়ে গিয়েছে। 






বিজেপির ক্ষমতাকালে ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বলেই দাবি করেন তিনি। পাশাপাশি অমিত শাহের কথায় গোটা উত্তর-পূর্ব ভারতে শান্তির ক্ষেত্রে যা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরার মানুষ নরেন্দ্র মোদি ও বিজেপিকে প্রবলভাবে ভালবাসেন ও ভরসা করেন বলেই প্রত্যয়ী কণ্টে বলে ওঠেন অমিত শাহ।


আরও পড়ুন- রাইলস টিউব-চ্যানেল নিয়েও মঞ্চে মহীনের ঘোড়াগুলির 'তিনি', সাহায্য চাইছেন গানওয়ালারা