৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ এ বাতিল করে পাকিস্তানকে তার জায়গা দেখিয়ে দিয়েছেন মোদি, বললেন অমিত শাহ, কটাক্ষ রাহুলকে
Web Desk, ABP Ananda | 18 Sep 2019 04:28 PM (IST)
রাহুলকে আক্রমণ করে তিনি আরও বলেন, সার্জিক্যাল হামলা হলে রাহুল তার বিরোধিতা করেন। আমরা বিমানহানা করলে উনি তথ্যপ্রমাণ চান। দেশবাসীকে ওনার বলা উচিত, কোন দিশায় উনি যেতে চান।
জামতাড়া (ঝাড়খন্ড): ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ এ ধারা বাতিল করে পাকিস্তানকে তার জায়গা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাশ্মীর ভারতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত, এটাও প্রতিষ্ঠিত করেছেন। বললেন অমিত শাহ। বুধবার এখানে বিজেপির ‘জোহার জন আশীর্বাদ যাত্রা’র সূচনা করে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গাঁধীকেও নিশানা করেন তিনি, দাবি করেন, উনি কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের পক্ষে কিনা, স্পষ্ট করুন। চলতি বছরেই বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্র, ঝাড়খন্ড, হরিয়ানায়। সেই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি বলেন, রাহুল যখন ওই তিন রাজ্যে যাবেন, সেখানকার মানুষকে বলুন, তিনি ৩৭০ অনু্চ্ছেদ বাতিলের সিদ্ধান্তের পাশে আছেন কিনা। রাহুলকে আক্রমণ করে তিনি আরও বলেন, সার্জিক্যাল হামলা হলে রাহুল তার বিরোধিতা করেন। আমরা বিমানহানা করলে উনি তথ্যপ্রমাণ চান। দেশবাসীকে ওনার বলা উচিত, কোন দিশায় উনি যেতে চান। পাশাপাশি তিনি বলেন, সাঁওতাল পরগণা থেকে শুরু হওয়া জন আশীর্বাদ যাত্রা আসন্ন বিধানসভা ভোটে আমাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে নিয়ে যাবে। অটলজি ঝাড়খন্ড রাজ্যের সৃষ্টি করেছিলেন, মোদিজি তার সমৃদ্ধিতে সাহায্য করেছেন। গত ৫ বছরে রাজ্যটাকে আমরা বদলে দিয়েছি।