বোলপুর: রোড শো থেকে বাংলা দখলের ডাক দিলেন অমিত শাহ। বোলপুরের এই রোড শোয়ের মাঝে মোদির প্রতি বিশ্বাস আর মমতার প্রতি রাগের প্রকাশ জনতার কথা উঠে এল তাঁর মুখে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রোড শো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্য জেলা ও রাজ্য থেকে লোক এনে রোড শোয়ে ভিড় বাড়ানো হয়েছে বলে এদিন কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।
যে দিকে চোখ যায়, সেদিকেই কালো মাথা। চারদিকে শুধুই গেরুয়া পতাকা। সেই ভিড়ের মাঝেই গাড়িতে করে এগিয়ে চললেন অমিত শাহ। রাস্তার দু’ধারে তখন শুধুই মানুষের ঢল। বাড়ির ছাদ থেকে জানালায় একই ছবি। বিজেপি সমর্থকদের দিক থেকে যেমন পুষ্পবৃষ্টি চলেছে, তেমনি গাড়ির উপর দাঁড়িয়ে জনতার দিকে ফুল ছুড়ে দিয়েছেন অমিত শাহও। তাঁর রোড শো উপলক্ষে রাস্তায় তৈরি করা হয়েছিল একাধিক তোরণ। অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরে রোড শো করেই, ফের বাংলা দখলের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গাড়ির উপর দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব।
রবিবার বিশ্বভারতী পরিদর্শন, বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সাড়ার পর রোড শো করেন অমিত শাহ। ডাকবাংলো মাঠ থেকে রোড শো শুরুর আগে, হনুমান মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর তিনটে নাগাদ শুরু হয় অমিত শাহর রোড শো। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা, দেবশ্রী চৌধুরীও। এদিন শাহকে প্রশ্ন করা হয়, অনুব্রতের গড়ে এত ভিড়, কী বুঝছেন? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, এটা মোদির প্রতি জনতার বিশ্বাস ও মমতার প্রতি রাগের প্রকাশ। কিলোমিটার জুড়ে লোকের ভিড়। এদিন তিনি বলেন, বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে এদিনে রোড শো-এর লক্ষ্য যে বাংলা দখল, তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, বাংলার উন্নয়ন করবে বিজেপির সরকারই। যেখানে বিজেপির শাসন, সেখানেই উন্নয়ন। উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে বাংলা। এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে।
একদিকে অমিত শাহ যখন বোলপুরে রোড শো করে বিজেপির শক্তি প্রমাণ করতে মরিয়া, তখন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এলাকায় এলাকায় ঘুরল তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। সেখান থেকেই অমিত শাহর রোড শো-কে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডল বলেন, আমি জনসভা করলে জেলার লোক নিয়ে করি, মুর্শিদাবাদ-আসানসোল-বাঁকুড়া-বর্ধমান থেকে লোক আনতে হয় না, এটা ছোট জিনিস, এরকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আছে, ৫ লক্ষ লোক আনব, ব্লকে ব্লকে ৮০ হাজার লোক আসবে। ভিন রাজ্য ও জেলা থেকেও লোক আনা হয়েছে একথা মানতে নারাজ বিজেপি।
বিজেপির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় বলেন, এখানে এত মানুষ উৎসাহের সঙ্গে, জনসমুদ্র, এদের ভাড়া করে আনা হয়নি। সবাই নিজেরাই এসেছে। অমিতজি এসেছেন, মোদি এলে কী হবে ভাবুন। তবে কুর্সি দখল করতে, বিজেপির হাতিয়ারও সেই উন্নয়নের প্রতিশ্রুতি। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, সোনার বাংলা তো মমতা গড়েছেন। আবার নতুন করে কী ডাক দেবেন? সোনার ইন্ডিয়া তৈরি করুন না।
রোড শো থেকে বাংলা দখলের ডাক শাহের, 'সোনার ইন্ডিয়া' তৈরি করুন না, কটাক্ষ অনুব্রতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2020 09:42 PM (IST)
যে দিকে চোখ যায়, সেদিকেই কালো মাথা। চারদিকে শুধুই গেরুয়া পতাকা। সেই ভিড়ের মাঝেই গাড়িতে করে এগিয়ে চললেন অমিত শাহ। রাস্তার দু’ধারে তখন শুধুই মানুষের ঢল। বাড়ির ছাদ থেকে জানালায় একই ছবি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -