পূর্ব মেদিনীপুর: বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আজ তাঁর কাঁথির বাড়িতে যান সিআরপিএফের এক আধিকারিক। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের প্রতিনিধিরাও। শুভেন্দু সেই সময় বাড়িতে না থাকলেও, তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ ও পুলিশের প্রতিনিধিরা। সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তার জন্য শীঘ্রই সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হবে। তারই প্রস্তুতি হিসেবে এদিনের সফর।


বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জন্য জেড ক্যাটিগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট এবং শুভেন্দুর ওপর হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তায় ২৪ ঘণ্টা ৩০ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। সবসময় তাঁকে ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির পরামর্শেই শুভেন্দুর জন্য এই নিরাপত্তার বন্দোবস্ত। বরাদ্দ করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি।

মন্ত্রিত্ব ছাড়ার পরেই সরকারি গাড়ি ও নিরাপত্তা ফেরান শুভেন্দু। তারপর থেকে নিরাপত্তা ছাড়াই যাতায়াত করছিলেন। এরপর থেকে তিনি দল থেকে ইস্তফা দেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন তিনি।
গতকাল শনিবার মেদিনীপুরে অমিত শাহর জনসভায় ভাষণ দেন শুভেন্দু। বিজেপিতে যোগ গিয়ে এই প্রথম কোনও জনসভায় ভাষণ দেন তিনি।
তাঁর দিকে ওঠা অনেক অভিযোগের জবাব দিলেন কড়া ভাবে। বললেন, 'আমি নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কে আমার মা? আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী, অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে চালু করা হচ্ছে না।’
আরও বললেন, 'অনেকে আমাকে বিশ্বাসঘাতক বলছে! প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল । এবারও দ্বিতীয় হবেন মমতা, প্রথম হবে বিজেপিই। এবার বাংলায় বিজেপিরই সরকার হবে। যেখানে বিশ্বাস নেই, সম্মান নেই, সেখানে থাকব না।'