আগামী বছরের ভোট বাংলা, অসম সহ আরও কয়েকটি রাজ্যে। তার আগে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। চলতি সপ্তাহেই রাজ্যে ঘুরে গিয়েছেন শাহ। আগামী মাসেও ফের তাঁর সফরসূচি রয়েছে রাজ্যে। তার আগেই বিজেপি শাসিত অসমে যাচ্ছেন শাহ। ২৬ ডিসেম্বর তিনি অসমে যেতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপির সহ সভাপতি তথা অসমের দায়িত্বে থাকা নেতা বৈজয়ন্ত পাণ্ডা বলেছেন, ’’খুব শিগগির রাজ্য সফরে আসবেন অমিত শাহ। সূচি চূড়ান্ত হবে খুব শিগগির। প্রস্তুতি খতিয়ে দেখতে তার আগে আমি যাচ্ছি ২৩ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর সুশাসন দিবস পালন করা হবে। অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন করা হবে। দেশব্যাপী মোদির জনপ্রিয়তাই এর কারণ।‘‘
আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতেই শাহের এই সফর। অসমেও বিরোধী দলগুলির একাধিক নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন বৈজয়ন্ত পাণ্ডা। বিরোধী শিবিরের বহু নেতা বিজেপিতে নাম লেখাবেন বলেই তাঁর দাবি। পাণ্ডা বলেছেন, ’’পশ্চিমবঙ্গে কয়েকজন বিধায়ক আমাদের দলে নাম লিখিয়েছেন। গোটা দেশ জুড়ে এমন হচ্ছে। অসমের ছবিটাও একই। গত কয়েকদিনে স্থানীয় স্তরে জয়ী অনেক নেতাই আমাদের দলে যোগ দিয়েছেন। কংগ্রেসের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।‘‘ বৈজয়ন্ত জানিয়েছেন অসমে বিজেপি স্বস্তিজনক অবস্থানে থাকলেও, সমস্ত দিক বিবেচনা করে বিজেপি বিধানসভা ভোটের রণকৌশল স্থির করবে বলে জানিয়েছেন তিনি। খুব শিগগির জেলাওয়াড়ি সফর শুরু করবেন বলেও জানিয়েছেন বৈজয়ন্ত। অসম বোরোল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ভালো ফল সত্ত্বেও আত্মতুষ্টির যে কোনও জায়গা নেই তা বুঝিয়ে দিয়েছেন বিজেপির সহ সভাপতি।