জয়পুর: মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়েছিলেন অমিত শাহ (Union Home Minister Amit Shah )। সেখানে গিয়েই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাজস্থানের নাগৌরে (Rajasthan's Nagaur) একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে অমিত শাহের 'রথ' ( Rath )। এই রথে চড়েই নির্বাচনী প্রচার সারছিলেন তিনি। রথের ওপরের অংশটি তারের সঙ্গে ধাক্কাও লাগে। কিন্তু অল্পের জন্য রক্ষা পান শাহ।
মঙ্গলবার শাহের রথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। পার্বতসরে একটি জলবহুল এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই রাস্তার দুই পাশে ছিল দোকান ও বাড়িঘর। গলি দিয়ে যাওয়ার সময়, তার 'রথ' এর উপরের অংশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এরপরই সেখান থেকে একটি স্পার্কও হয়। তারপর ছিঁড়ে যায় তারটি। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে প্রচার থামাননি অমিত শাহ।
ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে। শাহের 'রথের' পেছনে থাকা অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অমিত শাহ তখন অন্য গাড়িতে উঠে যান। তারপর তিনি পার্বতসরে যান এবং সমাবেশে ভাষণ দেন।
রাজস্থানে ভোট হবে ২৫ নভেম্বর। ভোট হবে একদফায়। ভোটের ফল প্রকাশের দিন ৩ ডিসেম্বর। বিধানসভা নির্বাচনের জন্য জোরকদমে প্রচার চালাচ্ছে পদ্মশিবির। দলীয় প্রার্থীদের সমর্থনে কুচামান, মাকরানা এবং নাগৌরে তিনটি সমাবেশে ভাষণ দেন তিনি। জয়পুরে মুখ্যমন্ত্রী গহলৌত এক সাংবাদিক বৈঠকে বলেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হবে।
এদিন বিভিন্ন ইস্যুতে গতলৌত সরকার আক্রমণ করেন অমিত শাহ। তিনি এই কংগ্রেস সরকারকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছিলেন। শাহ আরও বলেন, এই কংগ্রেস দলটি ৭০ বছর ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আটকে রেখেছিল আর প্রধানমন্ত্রী মোদি তার ভূমিপূজা করেছেন। অমিত শাহ আরও বলেন, এই কংগ্রেস সরকার রাজস্থানে আইন-শৃঙ্খলা, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন পূর্ববর্তী বিজেপি সরকার দ্বারা চালু করা প্রকল্পগুলি ভ্যানিশ করে দিয়েছেন ! বেআইনি খনন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "অবৈধ খনি এমন মাত্রায় বেড়েছে যে একজন সাধু গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন, তবুও গহলৌতের চোখ খোলেনি।" গত বছর বেআইনি মাফিয়ারাজ রুখতে ধর্নায় বসেছিলেন সাধু বিজয় দাস। ৷ কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি ৷ তাই ২১ জুলাই নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে দেন ।
আরও পড়ুন :
নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির, দেবেন হাজিরা?