নয়াদিল্লি: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে দেশজুড়ে কার্যকর CAA। এদিন এই আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, আবেদনের কোনও সময় সীমা নেই। আবেদনের পর ইন্টারভিউয়ের জন্য ডাকবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দেন ভারতের অন্যান্য নাগরিকদের মতোই সংশ্লিষ্টরাও নাগরিকরাও প্রাপ্য সম্মান পাবেন। 


 





সংবাদ সংস্থা ANI- কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "এমনকি মুসলমান সম্প্রদায়েরও নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার আছে। কারো জন্য দরজা বন্ধ করা হয়নি। যাঁরা কাগজপত্র ছাড়াই এসেছেন, তাঁদের সমস্যার সমাধানের পথ খুঁজতে এই বিশেষ আইন করা হয়েছে। নিশ্চিন্তে আবেদন করা যাবে, কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। আপনার সময় মতো ভারত সরকার ইন্টারভিউয়ের জন্য ডাকবে। অরিজিনাল নথি নিয়ে আসতে হবে, মুখোমুখি ইন্টারভিউ হবে। যাঁদের নথি নেই, তাঁদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ২০১৪ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ভারতে প্রবেশ করেছেন তাঁদের সবাইকে স্বাগত।'' পাশাপাশি অমিত শাহ বলেন, "সংশ্লিষ্টরা প্রত্যেকে ভারতের সাধারণ নাগরিকের মতো নাগরিকত্বের তালিকায় যুক্ত হবে। আপনার বা আমার মতো তাঁদেরও অধিকার আছে। তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীও হতে পারবেন।"


দেশজুড়ে কার্যকর হয়েছে CAA। যা নিয়ে ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে, Indian Citizenship Online Portal। কী করে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি, 'CAA-2019'-নামে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে বলে খবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Babun Banerjee: "কুণালকে তো কেউ কিছু বলছে না, বাবুন বললেই সেটা দোষ?’’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর ভাইয়ের