নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের হাত ধরে ভারতের নতুন যাত্রা শুরু হল বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রসঙ্গে উঠে আসে লোকসভার আলোচনায়। সেখানে শাহ জানান, ভগবান রামচন্দ্রকে ছাড়া ভারতকে কল্পনাও করা যায় না। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন থেকে নতুন যাত্রা শুরু হল দেশের। (Amit Shah)


শনিবার লোকসভায় সমাপ্তি ভাষণে এই মন্তব্য করেন শাহ। তিনি বলেন, "২২ জানুয়ারি মহান ভারতের নবসূচনা হল...যাঁদের দেশভাবনায় ভগবান রাম নেই, তাঁরা দেশকে চেনেনই না, আজও ঔপনিবেশিক ভারত ভাবনাই বয়ে বেড়াচ্ছেন তাঁরা। যাঁরা নিজের দেশের ইতিহাস জানেন না, নিজের পরিচয়ও হারাতে হয় তাঁদের। আগামী দিনে ২২ জানুয়ারি দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। ওই দিন রামভক্তদের আশা-আকাঙ্খাপূরণে দিন।" (Narendra Modi)


শাহ আরও বলেন, "রাম ছাড়া দেশের কল্পনা করা যায় না। ভগবান রাম রামরাজ্য দেখিয়েছিলেন আমাদের। রামমন্দির নিয়ে সকলের একজোট হওয়া উচিত।" রামমন্দিরের উদ্বোধন এবং 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী যে ১১ দিন উপবাস করেছিলেন, তার জন্য় এদিন মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন শাহ।


আরও পড়ুন: I.N.D.I.A Alliance: মমতার দেখানো পথেই কেজরিওয়াল, পঞ্জাবে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত AAP-এর


মোদির প্রশংসায় শাহ বলেন, "একজন সর্বগুণসম্পন্ন নেতাকে প্রধানমন্ত্রী বেছেছে দেশ। প্রধানমন্ত্রী মোদি নেতৃত্বদানের আগে, দেশ দিশাহীন পথে হাঁটছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ৩০০ বছরের অধরা স্বপ্ন বাস্তবায়িত হল। প্রধানমন্ত্রী এবং বিজেপি-র প্রতিশ্রুতির রক্ষা হয়েছে। ইতিহাস পড়তে গিয়ে আর রামমন্দিরের আমলে সেই জট কেটেছে।"


আসন্ন লোকসভা নির্বাচনের আগে শনিবারই সমাপ্তি ভাষণ ছিল। লোকসভা এবং রাজ্যসভা, দুই কক্ষেই আজকের আলোচ্য বিষয় ছিল রামমন্দির, যা নিয়ে বিতর্ক বেধেছে। রামমন্দির নিয়ে আলোচনায় অংশ নেয়নি তৃণমূল। সমাপ্তি ভাষণে এদিন প্রধানমন্ত্রী মোদিও নিজের সরকারের কৃতিত্ব তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৫ বছর দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। 


এদিন মোদি জানান, জি-২০ সম্মেলনে ভারতের সম্মান বেড়েছে। ভারত কতটা শক্তিধর, তার সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। তাঁর সরকারের আমলে নতুন সংসদভবন পেয়েছে দেশ। জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছে তাঁর সরকার। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার থেকে তিন তালাক প্রত্যাহারে মহিলাদের সরকার প্রাপ্য সম্মান দিয়েছে বলেও মন্তব্য করেন মোদি।