মুম্বই: কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। এরপর সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিকিৎসকদের। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এঁদের নিরসল পরিশ্রম, হার না মানা লড়াই তুলনাহীন। এঁদের উদ্দেশে কুর্নিশ জানিয়েছেন তিনি। বিগ-বি টেস্টে পজিটিভ ধরা পড়ার পর থেকেই ভিডিয়োটিও ভাইরাল হতে থাকে। অমিতাভ বলেন, টেস্টিং করাতে হবে। ফল যাই-ই হোক, সকলকে ইতিবাচক মন রেখে চলতে হবে। আশা হারালে চলবে না।
৭৮ বছর বয়সী অভিনেতার পুত্র অভিষেকের রিপোর্টও পজিটিভ এসেছে। তিনি ট্যুইট করেছেন, আমি এবং বাবা দুজনেরই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দুজনেই অ্যাসিম্পটম্যাটিক। দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছি। চিকিৎসা চলছে। কেউ আতঙ্কিত হবেন না।
এর আগে অমিতাভ নিজে ট্যুইট করে জানান যে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁর সঙ্গে গত ১০ দিনে যাঁদের দেখা হয়েছে, তাঁদেরকেও তিনি টেস্ট করার অনুরোধ করেছেন।