মুম্বই: করোনা থেকে সেরে উঠেছেন ঠিকই কিন্তু অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি তিক্ত কিছু মন্তব্যও জুটেছে অমিতাভ বচ্চনের ভাগ্যে। এর আগে একজন তাঁর মৃত্যু কামনা করেছিলেন। আর এবার এক মহিলা জানালেন, অমিতাভের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন তিনি। বলিউডের একমাত্র মেগাস্টার অবশ্য দেরি করেননি জবাব দিতে।
জাহ্নবী নামে ওই মহিলার বক্তব্য, অমিতাভ নানাবতী হাসপাতালের বিজ্ঞাপন করছেন। করোনা চিকিৎসার জন্য নানাবতীতে ভর্তি হন অমিতাভ, তাঁর আচরণে জাহ্নবী শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন তাঁর প্রতি। তাঁর ৮০ বছর বয়স্ক বাবাও নানাবতীতে ভর্তি হন, তাঁর ভুল করে করোনা পজিটিভ এসেছিল। চিকিৎসকরা তাঁকে কোভিড ওয়ার্ডে রাখেন, অযত্নের ফলে তাঁর বেড সোর হয়ে যায়। বাড়ির লোক তাঁকে দেখতে পর্যন্ত যেতে পারেননি। জাহ্নবীর বক্তব্য, মিস্টার অমিতাভ, যে হাসপাতাল মানব জীবনের দাম দেয় না তাদের জন্য আপনি যেভাবে বিজ্ঞাপন করছেন তা অত্যন্ত দুঃখের। তিনি তাঁর প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলেছেন।
জবাবে অমিতাভ লেখেন, আপনার বাবার সঙ্গে যা হয়েছে তা জেনে অত্যন্ত দুঃখবোধ করছি। আমি অল্প বয়স থেকে অত্যন্ত সঙ্কটজনক শারীরিক পরিস্থিতি নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হয়েছি, বেরিয়ে এসেছি। চিকিৎসা ক্ষেত্রে কিছু কোড অফ কনডাক্ট থাকে, দেখেছি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সকলে রোগীর সর্বোচ্চ খেয়াল রাখেন। হ্যাঁ, ল্যাব টেস্টের ফল ভুল আসতে পারে কিন্তু আরও কিছু পরীক্ষা ও শারীরিক অবস্থার জেরেই কোনও বিশেষ রোগের চিকিৎসা শুরু হয়। আর্থিক সুবিধার জন্য কোনও হাসপাতাল বা চিকিৎসক খারাপ চিকিৎসা করেছেন বলে আমার কখনও মনে হয়নি, আপনার সঙ্গে আমার মত মিলছে না।
তিনি আরও লিখেছেন, না, আমি হাসপাতালের বিজ্ঞাপন করছি না, যে সেবা ও চিকিৎসা আমি সেখানে পেয়েছি, অন্যান্য সব হাসপাতাল থেকে পেয়েছি, সে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর তা করতেই থাকব। আপনি আমার প্রতি শ্রদ্ধা হারাতে পারেন কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমি চিকিৎসা নামে পেশা ও আমাদের দেশের চিকিৎসকদের প্রতি কখনও শ্রদ্ধা হারাব না। আর শেষ কথা, আমার সম্মান ও সম্মান পাওয়ার যোগ্যতা আপনার দ্বারা বিচার্য হবে না।
২৩ দিন নানাবতীর আইসোলেশন ওয়ার্ডে করোনা চিকিৎসা চলার পর অমিতাভ বাড়ি ফিরেছেন। তাঁর ছেলে অভিষেক অবশ্য এখনও হাসপাতালে ভর্তি, তাঁরও করোনা চিকিৎসা চলছে।
আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলেছি, বললেন মহিলা, আপনাকে দিয়ে আমার সম্মান বিচার্য নয়, পাল্টা বিগ বি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2020 07:57 AM (IST)
২৩ দিন নানাবতীর আইসোলেশন ওয়ার্ডে করোনা চিকিৎসা চলার পর অমিতাভ বাড়ি ফিরেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -