অমৃতসর: মাসখানেকের রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী (Pro Khalistani Leader) নেতা অমৃতপাল সিংহ (Amritpal Singh)। এখনও পর্যন্ত মোগা (Moga) পুলিশ আনুষ্ঠানিক ভাবে তার গ্রেফতারির খবর স্বীকার না করলেও সূত্রের খবর রবিবার ভোরেই ধরা পড়ে অমৃতপাল। তাকে অসমের জেলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তার সংগঠনের অন্য সদস্যরাও সেখানেই বন্দি।


এখনও পর্যন্ত যা জানা গেল..
গত ১৮ মার্চ থেকে অমৃতপাল সিংহের সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-র সদস্যদের ব্যাপক ধরপাকড় শুরু করে পঞ্জাব পুলিশ। একাধিক ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় যার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা, খুনের চেষ্টা, পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো ধারাও ছিল। কিন্তু পুলিশি তৎপরতা সত্ত্বেও অন্তত দু'বার পালিয়ে যায় অমৃতপাল। গত ১৮মার্চ  প্রথম বার এই ঘটনা ঘটে। জলন্ধর জেলায় গাড়ি বদলে হাত ফসকে পালায় অমৃতপাল। দ্বিতীয় ঘটনায় ঠিক তার দশ দিন পরের। সহযোগী পাপালপ্রিত সিংহের সঙ্গে সদ্য পঞ্জাব ফিরেছিল অমৃতপাল। কিন্তু সে বারও তাকে ধরতে পারেনি পুলিশ।


আরও যা...
পুলিশ সূত্রে খবর, এই পাপলপ্রীত আসলে অমৃতপালের গুরু। ধৃতের হয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে যোগাযোগ রাখত এই পাপলপ্রীত-ই। এতেই শেষ নয়। ফেরার থাকাকালীন খালিস্তানপন্থী নেতা, অমৃতপাল সিংহের দুটি ভিডিও  এবং একটি অডিও ক্লিপ সামনে আসে। এর মধ্যে একটি ভিডিওয় অমৃতপালকে বলতে শোনা গিয়েছিল, সে মোটেও পলাতক নয়। দ্রুত ফিরেও আসবে। অমৃতপাল আরও দাবি করে, বাকিদের মতো দেশ ছেড়ে পালানোর কোনও ইচ্ছা তার নেই। তার পরেই এই গ্রেফতারি। গত কয়েক বছর ধরেই নাগাড়ে সক্রিয় অমৃতপাল সমর্থকদের মধ্যে 'Bhindranwale 2.0' বলে পরিচিত। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি নেতা জার্নেল সিংহ ভিন্দ্রালওয়ালের একনিষ্ঠ ভক্ত হিসেবেও পুলিশের খাতায় তথ্য় রয়েছে তার সম্পর্কে। সব সময়ই সশস্ত্র সমর্থকদের দ্বারা ঘিরে থাকত খালিস্তানপন্থী এই নেতা।  এদিন সম্ভবত মোগার একটি গুরুদ্বারে ভাষণ দিচ্ছিল ওই নেতা। তার পরই গ্রেফতারি। যদিও সংবাদমাধ্যমের একাংশের মতে, খালিস্তানপন্থী নেতা আত্মসমর্পণ করেছে। প্রসঙ্গত, হালেই অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে অমৃতসর বিমানবন্দরে আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা। তিনি লন্ডনের বিমানে উঠতে যাচ্ছিলেন।            


আরও পড়ুন:ঝুঁকি বাড়ছে প্রবীণদের নিয়ে! একদিনে রাজ্যে দুই করোনা রোগীর মৃত্যু