নয়া দিল্লি: শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে রাতেই ভারতের দিকে গোলাগুলি চালিয়েছিল পাকিস্তান। তবে 'শান্তিপূর্ণ' ছিল রবিবারের রাত। আজ ভারত-পাক ২ দেশের DGMO স্তরের হটলাইন টক হবে, এমনটাই খবর। এরই মধ্যে ফের কেঁপে উঠল পাকিস্তান।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪.৬ ভূমিকম্পের মাত্রায় কেঁপে ওঠে পাক ভূখণ্ড।
এখনও পর্যন্ত খবর, ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এর আগে শুক্রবার গভীর রাতেও কেঁপে উঠেছিল পাক ভূখণ্ড। রাত ১টা ৪৪ মিনিটে কম্পন অনুভূত হয় পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে বলা হয়েছিল, আফগানিস্তান সীমান্তের দিকে এই কম্পনের উৎসস্থল ছিল। যার ফলে পাকিস্তানের পাশাপাশি কেঁপে উঠেছিল আফগানিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে- ৪।
এর আগে, ১২ এপ্রিল পাকিস্তানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়। গত ১২ এপ্রিল দুপুর ১টানাগাদ ৩৩.৬৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।
বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং অধিকৃত গিলগিট-বালটিস্তানে ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। টেকটনিক প্লেটের নড়াচড়া হলেই কেঁপে ওঠে । ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সরতে থাকে প্লেট দু’টি। ফলে চ্যুতিরেখা বরাবর বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হয়। আর এর ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে ভূকম্প অনুভূত হয়।