নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের উত্তেজনা চলার কারণে দেশজুড়ে বিমানবন্দরগুলিতে নেওয়া হয় একাধিক নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ। ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রক। তবে  এবার সংঘর্ষ বিরতির পরেই পুনরায় খুলে গেল  দেশের ৩২ টি এয়ারপোর্ট।

আরও পড়ুন, 'দেশের সুরক্ষায় কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে', 'নিরাপত্তা' সুনিশ্চিত করতে কী বার্তা ইসরোর চেয়ারম্যানের ?

 সংঘর্ষ বিরতির পরেই পুনরায় খুলে গেল শ্রীনগর-অমৃতসর, চণ্ডীগড়-সহ-দেশের ৩২ টি এয়ারপোর্ট

মূলত,  ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে, অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, কিষেণগড়, পটীয়ালা, সিমলা, জোধপুর, বিকানের, জম্মু, পাঠানকোট-সহ ৩২ টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। তবে শনিবার যুব্ধ বিরতি ঘোষণার পর, দেশের অধিকাংশ বিমানবন্দরগুলিতে অপারেশন স্বাভাবিক রয়েছে। এহেন অবস্থায় শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর-সহ ৩২ টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে Corporate Comminications Directorate। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রীরা যেনও এয়ারলাইন্সের ওয়েবসাইটে তাঁদের নির্দিষ্ট বিমান সংস্থার যাবতীয়  আপডেট দেখে নেয়। 

দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ

অপরদিকে, ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অপারেশন স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরে। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য, উড়ানের ওঠা নামায় প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL). ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি এয়ারপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনও বাধা নেই। উড়ান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু উড়ানের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।এবং পাশাপাশি চেক ইন লাগেজ এর নিয়ম মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি সংঘর্ষবিরতি ঘোষণার পর গত পরশু রাতে পুনে বিমানবন্দরে ব্ল্যাকআউট করে চালানো হয়েছিল মহড়া।

ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট

প্রসঙ্গত, ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দিল ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400। আর তারপর ভারতের পাল্টা ড্রোন হামলায় বিকল হয়ে যায় চিন থেকে আনা লাহৌরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরের পাশাপাশি ভারতের ড্রোন হামলা চালিয়েছে রাওয়ালপিণ্ডিতে। এখানেই পাকিস্তান সেনার সদর দফতর। এছাড়াও ড্রোন হামলা চলেছে গুজরানওয়ালা, ঘোটকি, অটক-সহ একাধিক এলাকায়।