মুম্বই: গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) প্রাক্কালে মুম্বইয়ের বহু প্রতীক্ষিত লালবাগচা রাজার (Lalbaugcha Raja) প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে। গণপতির দেখা মিলল মেরুন পোশাকে, সঙ্গে ঝলমলে গয়নার বাহার। মন্ত্রমুগ্ধ ভক্তরা। এবারের মূর্তির অন্যতম আকর্ষণ তাঁর ২০ কেজি সোনার মুকুট। সূত্রের খবর, ১৫ কোটি টাকা মূল্যের এই মুকুট দান করেছেন ব্যবসায়ী অনন্ত আম্বানি (Anant Ambani) ও রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)। 


লালবাগচা রাজার জন্য ২০ কেজি সোনার মুকুট দান করলেন অনন্ত আম্বানি!


বিগত ১৫ বছর ধরে লালবাগচা রাজা কমিটির সঙ্গে একাধিক কার্যকলাপের মাধ্যমে যুক্ত রয়েছেন অনন্ত আম্বানি। গণেশ উৎসবের সময় লালবাগচা রাজার একাধিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকেন তিনি। এছাড়াও প্রত্যেক বছর গিরগাঁও চৌপট্টি বিচে প্রত্যেকবছর মূর্তি বিসর্জনের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। লালবাগচা রাজা কমিটি আয়োজিত একাধিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগেও সাহায্য প্রদান করে থাকে আম্বানি পরিবার, রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে।    


করোনা অতিমারীর সময়, লালবাগচা রাজা কমিটির ফান্ডের অভাব ঘটে যার ফলে তাঁরা সামাজিক কাজ পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই সময়েও দৃষ্টান্তমূলক সাহায্য প্রদান করেন অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশন কমিটির রোগী কল্যাণ ফান্ডে ২৪টি ডায়ালিসিসের মেশিন দান করেন। এই কমিটির 'এগজিকিউটিভ অ্যাডভাইসর' অনন্ত আম্বানি। 


 






আরও পড়ুন: Hina Khan: কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন সমস্যায় হিনা, অনুরাগীদের কাছে চাইলেন সাহায্য


লালবাগচা রাজা বা 'লালবাগের রাজা' মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশ পুজো। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, ধনকুবের, সকলেই প্রত্যেক বছর লালবাগের লম্বা লাইনে দাঁড়িয়ে গণেশের মূর্তি দর্শন করেন। ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবছরের গণেশ উৎসব, যা মহারাষ্ট্রের বৃহত্তম উৎসব বলা চলে। গণেশ উৎসব চলে ১০ দিন ধরে। দেখা যায় আনন্দ উদযাপন, বিবিধ আচারবিধি ও অন্যান্য একাধিক অনুষ্ঠান, এবং সবশেষে রাজকীয় বিসর্জন। মন্ত্রোচ্চারণ ও সঙ্গীত-নৃত্যের মাধ্যমে জলে নিমজ্জিত হয় গণপতির মূর্তি এবং ভক্তরা ফের অপেক্ষায় থাকেন পরের বছরের উৎসবের!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।