মুম্বই: বলিউডে স্বজনপোষণ বিতর্ক নতুন বছরেও চলছে। আর কঙ্গনা রানাওয়াত-কর্ণ জোহর নন, এবার রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে। অনন্যার দুটো ছবি এখনও পর্যন্ত মুক্ত পেয়েছে, দুটোই বড় ব্যানারের। স্বাভাবিকভাবেই কথা উঠেছে, চাঙ্কির মেয়ে বলে, বলিউডের নামী দামীদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতির সুবাদে প্রথমেই এত বড় সুযোগ পেয়েছেন তিনি।


একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অনন্যা ও গাল্লি বয় অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী স্বজনপোষণ নিয়ে আলোচনা করছেন। অনন্যা বলছেন, সকলে মনে করে, আমি খুব সহজে সব কিছু পেয়ে গিয়েছি। আমি বরাবর অভিনেত্রী হতে চেয়েছি। লোকে বলে, আমাদের বিশেষ চেষ্টা করতে হয় না, স্ট্রাগল করতে হয় না। এমনটা ঠিক নয়। অনন্যা আরও বলেন, হ্যাঁ, আমি চাঙ্কি পাণ্ডের মেয়ে, অবশ্যই সৌভাগ্যবতী। আমার বাবা প্রচুর পরিশ্রম করেছেন। আমার প্রথম ছবি মুক্তিতে দেরি হওয়ায় বাবা খুশি হননি, উনি জানতেন, এখানে সব কিছু হতে পারে। সুযোগ পেলে তো আমি নেবই, আমার বাবা কখনও ধর্ম ফিল্মসের হয়ে কাজ করেননি, যা করেছেন সব নিজের যোগ্যতায়।

কিন্তু অনন্যার এত কথা এক বাক্যে উড়িয়ে দিলেন সিদ্ধান্ত। নবাগত এই অভিনেতা বলেন, হ্যাঁ, সকলের সফর আলাদা আলাদা। কিন্তু যেখানে আমাদের স্বপ্ন পুরো হয়, অন্যদের সেখান থেকে শুরু হয়। তফাত শুধু এটুকুই। দেখুন ভিডিও


সিদ্ধান্তের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উচ্চ প্রশংসা পেয়েছে।