অমরাবতী : জিলেটিন স্টিক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৯ জনের দেহ। আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।


পুলিশ জানিয়েছে, শনিবার অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় এই ঘটনাটি ঘটেছে। গাড়িতে জিলেটিন স্টিক তোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। পুড়ে গিয়েছে গাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে উড়ে গিয়েছে মৃতদের দেহাংশ।


ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি। পুলিশ জানিয়েছে, স্থানীয় কলসাপাড়ু ও পুলিভেন্দুলা মণ্ডলের শ্রমিকরাই এই জিলেটিন স্টিক গাড়িতে তুলছিলেন। তবে এই কাজের জন্য বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বিপত্তির কারণ জানতে চাওয়া হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে।


বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করতে বলেছেন তিনি। এক বিবৃতিতে টিডিপি প্রধান বলেন, ''মুখ্যমন্ত্রীর নিজের জেলাতেই এই ধরনের শ্রমিক মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই কাজ করানোর আগে শ্রমিকদের সুরক্ষার বিষয়টা মাথায় রাখা উচিত।''


তবে বিস্ফোরণেও লেগেছে রাজনীতির রং। রাজ্যের কোভিড পরিস্থিতি বলছে, ১৮ ঘণ্টার কার্ফু জারি রয়েছে অন্ধ্রপ্রদেশে। সেই সময় খনির শ্রমিকরা কীভাবে জড়ো হলেন, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন টিডিপি প্রধান। চন্দ্রবাবুর প্রশ্ন, করোনা রুখতে এখন নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যে। সেই সময় খনির শ্রমিকদের কীভাবে কাজ করতে দিল রাজ্য সরকার ? এই সময় শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ানো উচিত সরকারের।


অন্ধ্রের পুলিশ জানিয়েছে, চুনাপাথরের খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্যই ওই জিলেটিন স্টিকগুলি গাড়িতে তোলা হচ্ছিল। অসতর্কতাবশত এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ কাণ্ড ঘটল, তা জানতে তদন্ত হবে।