সাতসকালে দুর্ঘটনা ! পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকে। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুড়ি জেলায় তুলসিপাকালু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানকার জেলাশাসক জানিয়েছেন, ৩৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। এর সঙ্গে ছিলেন দুই বাসচালক এবং এক সাফাইকর্মী। জেলাশাসক বলেন, "৯ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে চিন্টুরের সিএইচসি-তে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই হাসপাতাল। উদ্ধারকাজ চলছে। স্থিতিশীল হলে, আমরা আহতদের ভদ্রচালমে স্থানান্তরিত করব।" চিত্তুর থেকে তেলেঙ্গানার ভদ্রচালমে শ্রী রাম মন্দিরে যাচ্ছিলেন যাত্রীরা।  

Continues below advertisement

জঙ্গলঘেরা ঘাট ধরে যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক পেরনোর সময় গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে বলে খবর। খাঁড়া ঢালে পড়ে যায় বাসটি। এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দেখে মনে হচ্ছে, ঘন কুয়াশার জেরে রাস্তায় যে বাঁক আছে সেটা বুঝতে পারেননি চালক।

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য PMNRF থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতি পূরণ ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। 

Continues below advertisement

 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আহতদের প্রয়োজনীয় ত্রাণ দিয়ে সাহায্য করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দেন এবং সকল বিভাগকে সমন্বয় রেখে কাজ করার এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

দিনকয়েক আগে মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ৬০০ ফুট নিচে পড়ে গিয়েছিল গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়।  নাসিকের সপ্তশ্রুঙ্গি ঘাটে ৬০০ ফুট নিচে পড়ে যায় গাড়ি, আহত হন আরও ৭ জন। দুর্ঘটনার পর, 'খুবই দুঃখজনক', বলে শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।