হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার দারাপারতি পঞ্চায়েতের পালাপ্পু দুঙ্গাদা হ্যামলেট গ্রামের রাস্তার বেহাল দশা। বারবার আবেদন জানিয়েও পরিস্থিতির বদল হয়নি।


রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, এক সন্তানসম্ভবাকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স ডেকেছিলেন পরিবারের লোকজন। কিন্তু অ্যাম্বুল্যান্স পৌঁছয়নি। অগত্যা প্রসূতিকে খাটে করে নিয়ে রওনা দেন পরিজনেরা।


ওই ভাবে ১১ কিলোমিটার পথ হেঁটে প্রসূতিকে নিয়ে তাঁরা দাব্বাগুন্টা গ্রামে পৌঁছন, সেখান থেকে অটোয় চড়ে বাকি পথ পেরিয়ে হাজির হন এস কোটা সরকারি হাসপাতালে।


রাস্তার এই বেহাল দশার জন্য সরাসরি এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবার সরাসরি আবেদন করেছেন গ্রামবাসীরা। তাঁদের আবেদন অবিলম্বে যেন গ্রামের রাস্তার হাল ফেরে। তাঁরা বলেছেন, ’’জগন আন্না আপনার উপর আমাদের বিশ্বাস, ভরসা আছে। আপনি আমাদের ভাল রাস্তার ব্যবস্থা করে দিন। যাতে আমাদের সুবিধা হয়।‘‘