West Bengal Lockdown Date: নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার রাজ্যের

West Bengal Lockdown Date Change: ১৩ তারিখ নিট পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে পদক্ষেপ, ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

কলকাতা: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট আগামী ১৩ সেপ্টেম্বর অর্থাৎ‍ রবিবার। আর সেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পদক্ষেপ করল রাজ্য সরকার।

Continues below advertisement

পরীক্ষার আগের দিন অর্থাৎ‍ শনিবার রাজ্যে পূর্ব ঘোষিত সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। জানাল রাজ্য সরকার। ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শনিবারের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল।

সূত্রের খবর, রাজ্যের প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী রবিবার নিট-এ বসবেন। যেহেতু নিটের আগের দিন বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা এসে পরীক্ষাকেন্দ্রে কাছে রাত্রিবাস করেন, তাই তাঁদের সুবিধার কথা ভেবে শনিবার লকডাউন প্রত্যাহার করা হল।

বৃহস্পতিবার ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু নিট রয়েছে ১৩ সেপ্টেম্বর। পড়ুয়াদের কাছ থেকে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহারের জন্য সরকারের কাছে অসংখ্য অনুরোধ আসে। তাই তাঁদের স্বার্থের কথা চিন্তা করে ১২ তারিখের লকডাউন প্রত্যাখ্যান করা হল। তবে ১১ সেপ্টেম্বরের লকডাউন থাকছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রবিবার সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই করোনা সঙ্কটের মধ্যে পরীক্ষা না নিয়ে, তা পিছোনোর আর্জি জানিয়েছিলেন! কিন্তু, কেন্দ্র নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার অবস্থা অনড় থাকে। সুপ্রিম কোর্টও পরীক্ষা পিছোনোর আর্জি খারিজ করে দেয়। সেইমতো পরীক্ষা হচ্ছে!

এরইমধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৯৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন! দৈনিক করোনা সংক্রমণে লাগাতার বিশ্ব রেকর্ড গড়ছে ভারত। এই পরিস্থিতির মধ্যেই পরীক্ষায় বসতে হবে হাজার হাজার পড়ুয়াকে। এর ওপর লকডাউন হলে তাদের সমস্যা আরও বাড়বে, এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আবেদন জানান, শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর যেন পূর্ব ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দাবি জানায় কংগ্রেসও।

এই পরিস্থিতি রাজ্য সরকার শনিবারের লকডাউন প্রত্যাহার করে নিল।

Continues below advertisement
Sponsored Links by Taboola