মুম্বই : জুলাই মাসের প্রথমার্ধ ধরে দেশের অন্যতম বিগ ফ্যাট ওয়েডিং এর সাক্ষী থাকল আসমুদ্র হিমাচল। বিয়েতে আমন্ত্রণ না পেলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্রর বিবাহ বাসরের কোনা থেকে কোনা ঘোরা হয়ে গিয়েছে নেটিজেনদের। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের বাগদান, আশীর্বাদ , মেহেন্দি থেকে বিয়ে, রিসেপশন - সবেতেই নজিরবিহীন আয়োজন দেখল দেশ।  অনন্ত রাধিকার বিয়ে ঘিরে বাণিজ্যনগরী যেন হয়ে উঠেছিল উৎসবনগরী। সারা দেশ থেকে হেভিওয়েটদের ভিড় জমেছিল আরবসাগরের তীরে জিও কমপ্লেক্সে।  


তবে এরই মধ্যে নিন্দুকদের মধ্যে ফিসফাস, কই বড় ছেলে বা মেয়ের বিয়েতে তো এত আয়োজন করেনি আম্বানিরা  ! ক্রিশা, ইশা আম্বানি, শ্লোকা মেহতার বিয়ে নিয়ে যেন তুলনায় কম আলোচনা হয়েছিল ! এই অনিল আম্বানির ছেলে জয় আম্বানির (elder son of business magnate Anil and Tina Ambani) কথাই ধরা যাক না।  ক্রিশা শাহের সঙ্গে জয়ের বিয়েতে বিরাট আয়োজন হলেও, উৎসবের জাঁকজমক অনন্তের বিয়ের মতো  মাপের ছিল না।


জানেন কি কে এই ক্রিশা ? নীলম এবং নিকুঞ্জ শাহের কনিষ্ঠ সন্তান ক্রিশা। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল ইকনমিক্স নিয়ে পড়াশোনা করেন। পরে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সামাজিক নীতি ও উন্নয়ন নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পরে তিনি ভারতে ফিরে এসে  International Networking, and Community Building এর উপর কাজ করার জন্য ফিরে আসেন ভারতে।  ফিরে এসে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Dysco তৈরি করেন। তার আগে অবশ্য তিনি  UK তেই  Accenture- এ তার কর্মজীবন শুরু করেন। COVID-19 মহামারী চলাকালীন, তিনি মানসিক সুস্থতা প্রচারে  #Lovenotfear চালু করেছিলেন। আম্বানীদের এই বউমা নিকুঞ্জ শাহ, ২০২১ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত নিকুঞ্জ এন্টারপ্রাইজের প্রধান ছিলেন। ক্রিশার মা নীলম শাহ পেশায় ফ্যাশন ডিজাইনার। সব মিলিয়ে আম্বানিদের এই বউমার কেরিয়ার ঝাঁ চকচকে। অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে ক্রিশাকেও দেখা গিয়েছে। তবে আম্বানিদের এই বউমা অনেক কম চর্চায়।  


২০২১ সালে জয় আনমোলের সঙ্গে কৃষ্ণার বাগদান হয়। তারপর কোভিড আতঙ্ক কাটার পর ২০২২ সালে বিয়ে হয় তাঁদের। অনিল অম্বানীর স্ত্রী টিনা অম্বানির সঙ্গে কৃষ্ণাকে বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন অতি সম্প্রতি অনন্তের  বিয়ের অনুষ্ঠানেও টিনার আম্বানির সঙ্গে ছায়ার মতোই ছিলেন কৃষ্ণা।