অযোধ্যা: আগামীকাল রামভূমি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) প্রতিষ্ঠা উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেলিব্রিটিরা ধীরে ধীরে এসে পৌঁছোচ্ছেন অযোধ্যায়। সেই মতই এদিন বিকেলের মধ্যেই অযোধ্যায় পৌঁছে গেলেন অনিল কুম্বলে ও ভেঙ্কটেশ প্রসাদ।  সুপারস্টার রজনীকান্ত থেকে নায়িকা কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী শেফালি শাহ থেকে অভিনেতা বিবেক ওবেরয়, রণদীপ হুডা। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার ঔজ্জ্বল্য বাড়াচ্ছেন তারকারা। চলে এসেছেন সুরকার অনু মালিক, শঙ্কর মহাদেবন। 


অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে আগামী ২২ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) উদ্বোধন। ওইদিন 'রামলালা'র 'প্রাণপ্রতিষ্ঠা' করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের সেই উপলক্ষ্যেই অযোধ্যায় উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই তালিকায় সামিল হয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কোহলিদের যে আমন্ত্রণ জানানো হবে, তার জল্পনা ছিলই। এবার তারকা জুটির হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। 


 






এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির মতো প্রাক্তন ক্রিকেটাররা এই অনুষ্ঠানে জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন। ১৩ জানুয়ারি সচিনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান মহেন্দ্র সিংহ ধোনি। এবার সেই তালিকায় সামিল হলেন বিরাট-অনুষ্কার তারকা জুটি। 


প্রায় ৮ হাজার জন রয়েছেন আমন্ত্রিতদের লম্বা তালিকায়, তার মধ্যে ৫০৬ জন প্রথম সারির আমন্ত্রিতদের একটি তালিকা রয়েছে। রাজনীতিক, প্রথম সারির শিল্পপতি, তারকা ফিল্ম অভিনেতা, খেলোয়াড়, কূটনীতিক, বিচারপতি ও পুরোহিতরা এই তালিকাভুক্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই তালিকা অনুযায়ী, অমিতাভ বচ্চন ব্যক্তিগত চার্টার্ড প্লেনে করে অযোধ্যায় উড়ে যাবেন, ১৬১ ফুট উঁচু গোলাপী স্যান্ডস্টোন মন্দিরের উদ্বোধন দেখতে। 


ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই তালিকায় রয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, তেলুগু মেগাস্টার প্রভাস, অল্লু অর্জুন ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অনুপম খের, অজয় দেবগণ। এই তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিতের নামও। তালিকায় অবশ্যই আছেন বিজেপির অভিনেতা সাংসদ হেমা মালিনী ও সানি দেওল।