পটনা: গিরিরাজ সিংহের ফের বিতর্কিত মন্তব্য। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বিহারের সীমাঞ্চলের পূর্ণিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রচারে গিয়েছেন। সেখানেই বেগুসরাইয়ের এই সাংসদ মন্তব্য করেন, স্বাধীনতা প্রাপ্তির সময় পাকিস্তান তৈরি হওয়ার পরই সেখানে মুসলিমদের পাঠিয়ে দেওয়া হয়নি, হিন্দুদের ভারতে নিয়ে আসা হয়নি। এই ভুলের মূল্য দিচ্ছে দেশ।
পূর্ণিয়ার জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম। সিএএ-র মতো আইনের প্রয়োজনীয়তা ব্য়াখ্যা করে গিরিরাজ বলেন, আমাদের পূর্বসূরীরা যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াই করছিলেন, জিন্নাহ সেসময় ইসলামি রাষ্ট্র তৈরির জন্য চাপ দিচ্ছিলেন। তিনি বলেন, তবে ওঁরা একটা ভুল করেছিলেন। যদি ওঁরা এটা নিশ্চিত করতে পারতেন যে, আমাদের সব মুসলিম ভাইকে পাকিস্তানে পাঠিয়ে ওখান থেকে হিন্দুদের এখানে নিয়ে আসা হবে, তবে সিএএ-র মতো আইনের দরকারই হত না। কিন্তু তা হয়নি, যার মূল্য চোকাতে হচ্ছে দেশকে।
অতীতে গিরিরাজের মন্তব্যে বিরোধীরা আপত্তি করত। তাঁর এবারের মন্তব্যে আপত্তি এসেছে শাসক এনডিএ শিবির থেকেই। রামবিলাস পাসোয়ানের এলজেপি গিরিরাজের কথায় ক্ষুব্ধ। আজ তাঁর'বিভেদমূলক' মন্তব্যের নিন্দায় এলজেপি নেতা তথা রামবিলাস পুত্র চিরাগ বলেছেন, আমরা এনডিএ শরিক। কিন্তু অনেক সময় শরিকরা এমন কিছু বলে ফেলেন যার সঙ্গে এলজেপি সহমত হয় না। এটা (গিরিরাজের মন্তব্য) এধরনের একটা নজির। আমার দলের কেউ এধরনের কথা বললে আমি তার দায় নিয়ে ব্যবস্থা নিতাম।