নয়াদিল্লি: দিল্লি হিংসার ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। ওই চার্জশিটে হিংসার জন্য দায়ী করা হয়েছে সিএএ বিরোধী আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে।


প্রায় ২০ হাজার পাতার চার্জশিটে দিল্লি পুলিশের দাবি, গত ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল সিএএ বিরোধী আন্দোলনকারীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের।


এদিকে দিল্লি পুলিশের চার্জশিটে হিংসায় জড়িত বিজেপি নেতাদের নাম রাখা হয়নি, এই অভিযোগে সরব বিরোধীরা। আজই কংগ্রেস নেতা আহমেদ পটেল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ কয়েকজন বিরোধী নেতা-নেত্রী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা।


সূত্রের খবর, হিংসার তদন্তে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানাতে পারেন তাঁরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ট্যুইটে লিখেছেন, একটা প্রশ্ন- আইন ও বিচার ব্যবস্থার প্রহসন করে কি দিল্লি পুলিশ আরও ভাল হিন্দু হল নাকি তাদের প্রভুর আরও ভাল দাস হল? কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরভেশ বর্মার নাম নেই দিল্লি হিংসার মামলায়। অথচ সিএএ বিরোধী আন্দোলনকারীদের নাম রয়েছে।