বয়স মাত্র ৪ দিন, যুভান অবাক হয়ে দেখছে রাজকে, শুনছে বাবার কথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2020 12:07 PM (IST)
সদ্য মা হওয়া শুভশ্রী মুগ্ধ হয়ে শুনছেন বাবা-ছেলের কথোপকথন।
কলকাতা: সোমবার জন্মেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান যুভান। বয়স মাত্র ৪ দিন হলে কী হবে, এই বয়সেই সে দিব্যি স্মার্ট, কান্নাকাটি বলতে নেই। বাবার কোলে চড়ে মন দিয়ে শুনছে সে বাবার কথা, জেনে নিচ্ছে, বাড়ি গিয়ে কী করতে হবে, কাকে কী বলতে হবে। আর ঘুমোলে তো মেটেই চলবে না, কত্ত কাজ আছে না তার! সদ্য মা হওয়া শুভশ্রী মুগ্ধ হয়ে শুনছেন বাবা-ছেলের কথোপকথন। দেখুন সেই ভিডিও