সিউড়ি: ফের বিতর্কিত মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপি সম্পর্কে তাঁর মন্তব্য, গ্রামে এলে ঠেঙিয়ে পগারপর করুন। সিউড়ির সভায় হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। আর এই মন্তব্য ঘিরে ফের বিতর্ক তৈরি হল। সরকার এখন যমের দুয়ারে বলে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি।
রাজ্যে বিধানসভা ভোটের আর কয়েকমাস বাকি রয়েছে। তার আগে সোমবার সিউড়ি দু’নম্বর ব্লকের পুরন্দরপুরে সভা করেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রত। অনুব্রত মণ্ডল বলেন, আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে সোনার বাংলা করুন। তারপর বাংলা নিয়ে ভাববেন। গ্রামে এলে ঠেঙিয়ে পগারপর করুন।
এখানেই থেমে থাকেননি বীরভূম জেলা সভাপতি। তিনি বলেন, বাড়িতে টাকা দিতে আসবে, নিয়ে নেবেন। ওদের বাবার টাকা নয়। ভোট দেবেন আমাদের। সোনার বাংলা গড়বেন বলছেন আগে উত্তর প্রদেশ মধ্য প্রদেশে সোনার বাংলা করুন। তারপর বাংলা নিয়ে ভাববেন। গ্রামে এলে ঠেঙিয়ে পগারপর করুন। তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, এখন সরকার যমের দুয়ারে। ওনাদের মানুষ পগারপার করার জন্য তৈরি। ওনার অক্সিজেন তার কেটে দেবেন মানুষ।
২০ ডিসেম্বর বোলপুরে রোড শো-র পর তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন অমিত শাহ। বোলপুরে দাঁড়িয়েই তার জবাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই ভোটের আগে টাকা বিলির আশঙ্কাও করেছিলেন তিনি। তৃণমূলনেত্রী বলেন, ইলেকশন আসবে, টাকা ছড়াতে শুরু করবে। ক্লাবে ক্লাবে দিতে শুরু করেছে। টাকা দিলে নিয়ে নিন। এটা জনগণের টাকা। ওদের টাকা নয়। ভোটের বাক্সে বুঝিয়ে দিন। দাঙ্গার রাজনীতি বন্ধ করে দিন। এবার একই সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়।
ওদের ঠেঙিয়ে পগারপর করুন! অনুব্রত, ওঁর অক্সিজেন তার কেটে দেবে লোকে, পাল্টা বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2021 09:06 PM (IST)
২০ ডিসেম্বর বোলপুরে রোড শো-র পর তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন অমিত শাহ। বোলপুরে দাঁড়িয়েই তার জবাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই ভোটের আগে টাকা বিলির আশঙ্কাও করেছিলেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -