প্রকাশ সিনহা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে ও হিসাবরক্ষককে এবার দিল্লিতে তলব ইডির। বুধবার অনুব্রত-কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) দিল্লিতে (Delhi) তলব করা হয়েছে বলে খবর। মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করল ইডি। সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মণীশকে। সুকন্যা ও মণীশের আগের বয়ান সামনে রেখে করা হবে জিজ্ঞাসাবাদ।
ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁদের কোনও কাজ রাখতে নিষেধ করা হয়েছে। যে কোনওদিন দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে তাঁদের। কবে যেতে হবে, তা একদিন আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে, শনিবার দফায় দফায় জেরা করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, সোম-মঙ্গলও জেরা করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ।
রাইস মিল, বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, সুকন্য়ার নামে ৩টি ফিক্সড ডিপোজিট, এ সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। ED সূত্রে খবর, প্রয়োজনে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি, তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরও পড়ুন, নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ, শুভেন্দুকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের
এদিকে, গরু পাচার মামলার তদন্তে ঠিকমতো সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। জানা গেছে, জেরার সময় বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে কাগজ-কলম দেওয়া হলেও, তিনি কোনও প্রশ্নের জবাব লিখতে চাননি। কাল অনুব্রত মণ্ডলকে ফের তোলা হবে দিল্লির আদালতে। তখন এই বিষয়গুলি আদালতকে জানানো হবে বলে ইডি সূত্রের খবর।
ইডি সূত্রের খবর, অনুব্রতর কাছে তদন্তকারীরা জানতে চান, তাঁর কাছে এত সম্পত্তি এল কীভাবে? ভোলে ব্যোম রাইস মিলে যে টাকা খাটানো হয়েছে, তার উৎস কী? অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে এল? ইডির অফিসাররা জানতে চান, অনুব্রত-জায়া ছবি মণ্ডলের নামে যে সম্পত্তি কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল?অনুব্রত মণ্ডলের কি রোজগারের কোনও উপায় ছিল?
সূত্রের খবর, এরপর ইডির অফিসাররা জানতে চান, সায়গল হোসেন আপনার জন্য কী করত?এনামুল হকের কাছ থেকে কি কোনওদিন টাকা নিয়েছেন? অনুব্রত জবাব দেন, না। বেশিরভাগ প্রশ্নের উত্তরে না-ই বলেন অনুব্রত। ফলে এবার বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়েই চলবে জিজ্ঞাসাবাদ।