নয়া দিল্লি: প্রতিদিনই নানারকমের ভিডিও ভাইরাল (Video Viral) হয় সোশাল মিডিয়ায় (Social Media)। কখনও সেখানে থাকে বিশেষ কারসাজি, কখনও বেনজির দৃশ্য। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা দিয়েছে 'পোকার বৃষ্টি'। রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো রয়েছে, যেখানে পোকাগুলি পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে অনেকের যেমন গা গুলিয়ে উঠেছে, অনেকে আবার অবাকও হয়েছে।                         


এই ঘটনাটি ঘটেছে চিনের রাজধানী বেজিংয়ে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, বেজিংয়ের লিয়াওনিং প্রদেশে হঠাৎই বৃষ্টির মতো পোকা পড়তে শুরু করে। ভয়ে লোকজন দৌড়ে কাছাকাছি আশ্রয় নিতে ছুট দেয়। দেখা গিয়েছে এই পোকাগুলি আদতে worms (কেঁচো বা কৃমির মতো প্রাণী)। Insider Paper তাদের ট্যুইটারে সেই ভিডিও পোস্টও করেছে। 


যারা সেই সময় রাস্তায় ছিলেন তাঁরা কেউ তাড়াতাড়ি ছাতা বের করে নিজেদের ঢাকেন। কেউ আবার দোকানের মধ্যে ঢুকে পড়েন। আকস্মিক এই ঘটনায় অবাকও হয়েছেন অনেকে। ভয়ও পেয়েছেন অনেকে। 






কিন্তু এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সায়েন্টিফিক জার্নাল Mother Nature- এ এই ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'পোকা-বৃষ্টি'র কারণ সম্পূর্ণ অজানা। মনে করা হচ্ছে, অত্যাধিক ঝোড়ো হাওয়ায় পার্শ্ববর্তী এলাকা থেকে হয়তো উড়ে এসেছে পোকাগুলি। ভূতাত্ত্বিক গবেষকরা জানাচ্ছেন, অনেক সময় ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে যায় প্রাণীরা। পরে তা এমনভাবে ঝরে পড়ে। 


আরও পড়ুন, বিনা পারিশ্রমিকে স্ত্রীকে সংসারে খাটিয়েছেন, স্বামীকে ২ কোটি মেটানোর নির্দেশ আদালতের


যদিও একাংশ জানিয়ে এটি কোনও পোকার বৃষ্টি নয়। এগুলি না কি আদতে ফুল। পপলার ফ্লাওয়ার বলা হয় এগুলিকে। নেটিজেনদের অনেকে বলেছেন, এই ভিডিওটি পুরোপুরি বানানো। এবিপি আনন্দ অবশ্য এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি।