বীরভূম : বাংলা ছবির পরিচিত সংলাপকে কাজে লাগিয়েছে রাজ্যের শাসক দল। শিক্ষকদের মাধ্য়মে সাধারণ মানুষের খোঁজ নিতে চাইছে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন প্রকল্প আমজনতার ঘরে পৌঁছেছে কিনা, তারই সন্ধান নেবেন মাষ্টারমশাইরাই। রাজ্য সরকারের এই কর্মসূচির নাম ‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’।
এদিন সোমবার বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে এই খোঁজই নেন বীরভূম জেলা তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা। বাড়ির শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষাসামগ্রী। সঙ্গে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে সরকারি কাজে শিক্ষকদের যুক্ত করায় নিন্দায় সরব বিজেপি।
ঘরে ঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন মাস্টারমশাইরা। তাতে খুশি সাধারণ মানুষ। এলাকার উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন তাঁরা। এক গ্রামবাসী বলেন, এখানে কেষ্ট মণ্ডল এসেছিলেন। মাষ্টারমশাইরাও এসেছিলেন। আমরা বললাম এখানে রাস্তার কাজ আংশিক হয়েছে। বাড়ি পেয়েছে কিছু মানুষ। তবে আরও উন্নয়নের দরকার আছে। স্থানীয় এক মহিলা বলেন, তৃণমূলের নেতারা এসেছিলেন। তাঁরা জিজ্ঞাসা করল কী পেয়েছেন। কিন্তু আমরা ঘর বা টাকা কিছুই পাইনি।
বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, মমতার সরকার দুয়ারে সরকার প্রকল্প আপনার দেখছেন। চলুন মাষ্টার বাড়ি বাড়ি কর্মসূচিও এই সরকারের। গ্রামের মানুষরা সরকারি প্রকল্পে কী সুযোগ সুবিধা পেয়েছে তাঁর খোঁজখবর নিতে মাষ্টারমশাইদের সঙ্গে এসেছিলাম। দেখলাম মানুষ প্রকল্পের সুবিধা পেয়েছে। তাঁরা খুবই খুশি।
তবে এই কর্মসূচি নিয়ে সমালোচনায় নেমেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সহ সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, সহ সভাপতি, সরকারের উপর একশ্রেণির শিক্ষক অখুশি। তাঁরা আন্দোলন করছেন। এখন সেই শিক্ষকদের হাতে রাখতে এইভাবে গ্রামে গ্রামে পাঠাচ্ছে মানুষের খোঁজখবর নিতে। তাঁরা দেখছেন কোনও প্রকল্পই হয়নি। বিজেপি ২০২১ এ সরকারে এলে সব করে দেব।
চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’ : বীরভূমে শিক্ষকদের সঙ্গে অনুব্রত, নিন্দা বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 09:30 PM (IST)
এদিন সোমবার বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে এই খোঁজই নেন বীরভূম জেলা তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা। বাড়ির শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষাসামগ্রী। সঙ্গে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -