বিয়ের প্রথম ৬ মাসে মাত্র ২১ দিন এক সঙ্গে কাটান বিরাট-অনুষ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2020 01:25 PM (IST)
বিরাট বলেছেন, যদিও তাঁদের ২ বছরের ওপর বিয়ে হয়েছে কিন্তু মনে হয়, যেন তাঁরা পরস্পরকে দীর্ঘ সময় ধরে চিনতেন, অল্প কটা বছর নয়।
মুম্বই: করোনা তাঁদের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। এক বাক্যে জানাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ৩ মাস এক সঙ্গে রয়েছেন তাঁরা, ব্যস্ত শিডিউল এর আগে কখনও এতদিন তাঁদের এক ছাদের তলায় থাকার সুযোগ করে দেয়নি। এক সাক্ষাৎকারে বিরাট-অনুষ্কা এ কথা জানিয়েছেন। অনুষ্কা বলেছেন, মাঝে মধ্যে বিরাটের খেলা দেখতে গিয়েছেন তিনি, তখন এক সঙ্গে একবার খাওয়া ছাড়া আর তাঁদের দেখা হত না। তিনি আরও বলেছেন, ২০১৭-র ডিসেম্বরে বিয়ের পর প্রথম ৬ মাসে ২১ দিন শুধু এক সঙ্গে থাকার সুযোগ পেয়েছিলেন। তিনি গুণে দেখেছিলেন। ছুটিতে যখনই তিনি বিরাটের কাছে গিয়েছেন বা বিরাট এসেছেন তাঁর কাছে, তখন ছুটি হলেও প্রকৃতপক্ষে কিন্তু সেটা ছুটি হত না। কারণ দুজনের মধ্যে একজনকে কাজ করতেই হত। বিরাট বলেছেন, যদিও তাঁদের ২ বছরের ওপর বিয়ে হয়েছে কিন্তু মনে হয়, যেন তাঁরা পরস্পরকে দীর্ঘ সময় ধরে চিনতেন, অল্প কটা বছর নয়। অনুষ্কা এই মুহূর্তে ছবি করছেন না, তবে ভাই কার্ণেশের সঙ্গে তাঁর ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে পরপর ওয়েব সিরিজ বানাচ্ছেন।