কলকাতা: আগের তুলনায় রাস্তায় বেসরকারি বাস বেশি নেমেছে। নির্দিষ্ট কিছু রুটে বেসরকারি বাসের সংখ্যা বেড়েছে। তবে সব রুটে বাসের সংখ্যা বাড়েনি।
বৃহস্পতিবার সকালে দেখা গেল, ধর্মতলা বা সেক্টর ফাইভগামী বেসরকারি বাসের দেখা মিললেও হাওড়া বা ইএম বাইপাসগামী বাসের সংখ্যা কম। ফলে অন্যদিনের তুলনায় যাত্রীর ভিড় বাসস্ট্যান্ডে কম থাকলেও যে সব রুটে বাস কম, সেই রুটের যাত্রীদের অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
প্রায় ১ সপ্তাহ পর পাটুলির ৪৫ নম্বর ডিপো থেকে রাস্তায় নামল বেসরকারি বাস। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর আজ ৫০টি ৪৫ নম্বর রুটের বাস রাস্তায় নামানো হয়েছে।
মালিকদের দাবি, ১১৫টি বাস থাকলেও কর্মীরা অন্যত্র থাকার কারণে সব বাস নামানো যাচ্ছে না। তবে একইসঙ্গে ভাড়া বাড়ানোর দাবিও তুলেছেন তাঁরা। বাস যাত্রীদের দাবি, পাটুলি থেকে গত এক সপ্তাহ তাঁরা ৪৫ নম্বর রুটের বাস পাননি। সেই বাস আজ থেকে পাওয়া যাচ্ছে।
উল্টোডাঙা মোড়ে দেখা গেল, বেসরকারি বাস অন্যদিনের তুলনায় বেশি। তবে বেশ কিছু রুটের বাস অমিল। বাস স্ট্যান্ডে যাত্রীর ভিড়ও অন্যদিনের তুলায় কম। রাস্তায় বেসরকারি বাস দেখা যাচ্ছে। তবে বেশ কিছু রুটের বাস অমিল। বাস স্ট্যান্ডে অন্যদিনের তুলনায় যাত্রীর ভিড় কম।
কামালগাজি মোড়ে আনলক ওয়ানের সময় প্রায় প্রতিদিনই বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। কিন্তু আনলক টু-র দ্বিতীয় দিনে দেখা গেল অন্য ছবি।
আজ সকালে দেখা গেল, কামালগাজি মোড়ে লম্বা লাইন আর নেই। কয়েকজন যাত্রী দাঁড়িয়ে। বেসরকারি বাস পাওয়া যাচ্ছে।