প্রতিষেধক কেউ বানাতেই পারে, তবে বিপুল উৎপাদনের জন্য ভারতের উপর নির্ভর করতেই হবে, মত আইসিএমআর কর্ণধারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2020 09:21 PM (IST)
ভার্গব বলেন, এটা ভুলে গেলে চলবে না যে বিশ্বে রুবেলা, হাম, পোলিও-সহ বিভিন্ন রোগের প্রতিষেধকের ৬০ শতাংশই যায় ভারত থেকে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া সর্বত্রই জেনেরিক ড্রাগ যোগান দেয় ভারত।
নয়াদিল্লি: যে কোনও দেশই করোনার প্রতিষেধক বানিয়ে ফেলতে পারে, কিন্তু তা বিপুল পরিমাণে উৎপাদনের জন্য নির্ভর করতে হবে ভারত এবং চিনের বিরাট পরিকাঠামোর উপরেই। এমনটাই মনে করছেন দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর কর্ণধার ডঃ বলরাম ভার্গব। তিনি জানান, ভারতকে ‘ফার্মেলি অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হয়। আমেরিকায় ব্যবহৃত ওষুধের ৬০ শতাংশেরই উত্স ভারত। তাই জেনেরিক ড্রাগ তৈরির দিক দিয়ে ভারত বহু বছর ধরেই নিজের জায়গাটা তৈরি করে ফেলেছে। বিশ্বের বহু শিক্ষিত মানুষই সেটা এমনিই জানেন। ভার্গব বলেন, এটা ভুলে গেলে চলবে না যে বিশ্বে রুবেলা, হাম, পোলিও-সহ বিভিন্ন রোগের প্রতিষেধকের ৬০ শতাংশই যায় ভারত থেকে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া সর্বত্রই জেনেরিক ড্রাগ যোগান দেয় ভারত। তাই বিশ্বে প্রতিষেধক সরবরাহ করতে চাইলে ভারত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। করোনা প্রতিষেধক তৈরির পর তা সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে হলে ভারতের উপর নির্ভর না করে তো উপায় নেই।