নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাতের জেরে উত্তেজনা মাথাচাড়া দিয়েছে। সেকথা মাথায় রেখে শত্রুর ওপর নজরদারি, অস্ত্রশক্তি ও আগ্নেয়াস্ত্রের ক্ষমতা বাড়াতে চাইছে ভারত। সীমান্তে চিনের কার্যকলাপের ওপর নজরদারি বাড়ানো দরকার হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে ইজরায়েল থেকে নজরদারি চালানো ড্রোন ‘হেরন’, ফায়ার-অ্য়ান্ড-ফরগেট ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড মিসাইল ‘স্পাইক’ কেনার পরিকল্পনা করছে নয়াদিল্লি।
কার্গিল রিভিউ কমিটির সুপারিশ অনুসারে ২০০০ সালেই হেরন মানবহীন ড্রোন কেনা শুরু হয়েছিল। বর্তমানে এই ড্রোন নিয়োগ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা। লাদাখ সেক্টরে হেরন ইউএভি ব্যবহার করে বায়ুসেনা ও সেনার নজরদারি ও টার্গেট অ্যাকুইজিশন ব্যাটারিগুলি। ১০ কিমির বেশি উচ্চতায় একটানা দুদিনের ওপর উড়তে উড়তে নজরদারি চালাতে পারে এই ড্রোন।
এদিকে বায়ুসেনার বালাকোট অভিযান পরবর্তী পরিস্থিতিতে দেওয়া জরুরি আর্থিক ক্ষমতার আওতায় গত বছর ইজরায়েল থেকে যে ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র এসেছিল, সেগুলি আরও কয়েকটি কিনতে চাইছে সেনাবাহিনী। শেষবার ১২টি লঞ্চার, ২০০টি স্পাইক ক্ষেপণাস্ত্র কিনেছিল সেনাবাহিনী। ঘটনাচক্রে লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে প্রচুর ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন। সেজন্যই ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধার বাড়াতে চলেছে ভারত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লাদাখ সীমান্তে চিনের ওপর নজর রাখতে ইজরায়েল থেকে ‘হেরন’ ড্রোন কিনছে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2020 06:44 PM (IST)
১০ কিমির বেশি উচ্চতায় একটানা দুদিনের ওপর উড়তে উড়তে নজরদারি চালাতে পারে এই ড্রোন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -