নয়াদিল্লি: ভারত বারবার দৃঢ় আপত্তি জানালেও কাশ্মীর প্রসঙ্গে মধ্যস্থতার ইচ্ছে আবার প্রকাশ করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার স্পষ্ট করলেন, তিনি মধ্যস্থতায় আগ্রহী। তাঁর কথায়, দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক যথেষ্ট ভাল। মধ্যস্থতা করতে যা করার, অবশ্যই করব।

পাকিস্তানে উদ্ভূত সন্ত্রাসবাদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আজ এ নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। এটা অবশ্যই একটা সমস্যা। পাকিস্তান এর ওপর কাজ করছে। আমি বলেছি, আমি যা করার করব, দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক এত ভাল। মধ্যস্থতা করতে যা করার, করব বৈকি।  মার্কিন প্রেসিডেন্টের কথায়, কাশ্মীর  বহুদিন ধরেই বহু লোকের চোখের বালি। প্রত্যেক গল্পেরই দুটো দিক থাকে। তবে এর আগে ভারতের তাঁর মধ্যস্থতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রসঙ্গ ওঠায় ট্রাম্প বলেন, আমি কখনও মধ্যস্থতা করব বলিনি। ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর তো অবশ্যই একটা বড় সমস্যা, ওরা এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে।

ট্রাম্প জানিয়ে দেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। তাঁর কথায়, নাগরিকত্ব আইন নিয়ে তিনি কিছু বলবেন না। ভারত সরকারের ওপরেই বিষয়টা ছেড়ে দেবেন, তারা যা ঠিক, তাই করবে।   তবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, তিনি চান, দেশের নাগরিকরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করুন। তাঁরা এ নিয়ে দারুণ কাজ করছেন, মন্তব্য ট্রাম্পের।

নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির সাম্প্রতিক হিংসার খবরও কানে এসেছে তাঁর। বলেছেন, এ ব্যাপারে তিনি শুনেছেন তবে আলোচনা হয়নি। এটা ভারতের ব্যাপার।