মুম্বই: ‘৮৩’ ছবিতে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তা নিয়ে সম্প্রতি একটি টুইট করে নেটিজেনদের কাছে ব্যাপকভাবে ট্রোলড হলেন দীপিকা।


গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন দীপিকা।  লেখেন, খেলার জগতের এমন অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে তৈরি ছবিতে ছোট্ট একটি রোলে অভিনয় করাও সম্মানের বিষয়।

তিনি আরও লেখেন, তাঁর বাবার পেশাগত ও ব্যক্তিগত সাফল্যের পিছনে তাঁর মায়ের ভূমিকা দেখেছেন। এই ছবি সেইসব মহিলাদের জন্য যাঁরা নিজের স্বপ্নের থেকেও তাঁর স্বামীর স্বপ্নকে বড় করে দেখেন।


কিন্তু তাঁর এই মন্তব্য একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। একজন লিখেছেন, শুধু একটা ছবি প্রমোট করার জন্য এমন পিছিয়ে পড়া চিন্তাভাবনা!

আর একজন লিখেছেন, সময়ের শুরু থেকে মহিলারা নিজেদের থেকে স্বামীর স্বপ্নকে গুরুত্ব দিয়ে আসছেন। এবার তা বন্ধ করতে হবে।


পিতৃতন্ত্র শেষের পথে। যে সব স্বামী নিজেদের থেকে স্ত্রীর স্বপ্নকে আগে রাখেন এবার তাঁদের খোঁজার পালা। লিখেছেন আর একজন।


একজনের প্রশ্ন, রণবীরের কেরিয়ারের জন্য নিজের কেরিয়ারের বারোটা বাজাতে আপনি তৈরি তো?

৮৩ ছবিটি তুলে ধরেছে ১৯৮৩-তে কপিল দেবের বিশ্বজয়ী ক্রিকেট দলের গল্প। রণবীর সিংহ ছবিতে রয়েছেন কপিলের চরিত্রে, আর দীপিকা কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায়।