নয়াদিল্লি:  লেফটেন্যান্ট গভর্নরই দিল্লি প্রশাসনের সর্বময় কর্তা বলে গত বছর রায় দিয়েছে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অরবিন্দ কেজরীবাল সরকার। এই মামলায় দিল্লি সরকার প্রথমসারির আইনজীবীদের সাহায্য নিয়েছে। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে দিল্লি সরকারের হয়ে যে নয় আইনজীবী সওয়াল করবেন, তাঁদের মধ্যে একজন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম।
আম আদমি পার্টি (আপ) সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়ালের কথা স্বীকার করেছেন চিদম্বরম। তিনি বলেছেন, সংবিধানে দিল্লি সরকারকে নখদন্তহীন এবং লেফটেন্যান্ট গভর্নরকে সর্বেসর্বা করা হয়েছে বলে আমি মনি করি না।
দিল্লি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি সরকার বনাম কেন্দ্র মামলা সম্পর্কে চিদম্বরমের বিশদ ধারনা রয়েছে। তিনি প্রকৃত অর্থেই পেশাদার।
চিদম্বরম যখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে কেজরীবাল বারেবারেই নিশানা করেছিলেন তাঁকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেজরীবাল সরকারের হয়েই কোর্টে চিদম্বরমের সওয়াল আম আদমি পার্টি সরকারের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠবে কিনা, এই প্রশ্নের জবাবে ওই কথা জানিয়েছেন দিল্লি সরকারের মুখপাত্র।
এই ঘটনা নিয়ে কেজরীবালের দিকে অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিতে কসুর করছেন না দিল্লির কংগ্রেস নেতারা। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের ট্যুইট, চিদম্বরমকে দুর্নীতিগ্রস্ত ও জনবিরোধী আখ্যা দেওয়ার পর এখন তাঁর কাছ থেকেই পরিষেবা চাইতে হচ্ছে আপ-কে।
যদিও এতে অন্যরকম কিছু দেখছেন না প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেছেন, এটা খুবই ভালো ঘটনা। আর দিল্লির আপ সরকারের হয়ে তিনি তো এই প্রথম আইনজীবী হয়ে দাঁড়াচ্ছেন না। এর আগে সংসদীয় সচিব নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক বিষয়ে চিদম্বরম কেজরীবাল সরকারকে পরামর্শ দিয়েছেন।
গতকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার চিদম্বরম সম্ভবত সওয়াল করবেন।