নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় পেসার আশিষ নেহরা। সোশ্যাল মিডিয়া মারফত্ বা অন্যভাবে এই বাঁহাতি বোলারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর প্রাক্তন ও বর্তমান সহ খেলোয়াড়রা।টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি নেহরাকে নিয়ে বেশ একটি আকর্ষণীয় কাহিনী জানিয়েছেন। ২০০৪-এর ঘটনার কথা জানিয়েছেন বাদানি, যখন নেহরা ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, 'দাদা, চিন্তা করো না, আমি তো আছি...'।
এ কথা বলে নেহরা কীভাবে কঠিন পরিস্থিতিতে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন, সে কথাই জানিয়েছেন বাদানি।
২০০৪-এ ভারত পাকিস্তানে একদিনের সিরিজ খেলতে গিয়েছিল। ওই সময় চোটে নাজেহাল ছিলেন নেহরা। কিন্তু সেই চোটের প্রভাব তাঁর ফর্মের ওপর পড়েনি। পুরো সিরিজেই দুরন্ত বোলিং করেছিলেন নেহরা। করাচির ম্যাচে ভারত পাকিস্তানের কাছে জয়ের জন্য ৩০০-র বেশি রানের লক্ষ্য রেখেছিল। মনে হচ্ছিল, ভারত সহজেই ম্যাচ জিতে যাবে।
কিন্তু পাক ব্যাটসম্যান মইন খানের অসাধারণ ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়েই গেল। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০ রান।
সৌরভ বুঝতে পারছিলেন না যে, শেষ ওভারটা কাকে দেবেন। কারণ, সব বোলারই মার খেয়েছেন। ওই সময় বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন নেহরা। সেখান থেকে ছুটে এসে সৌরভকে আশ্বস্ত করতে বলেন, 'দাদা, আমি বল করছি..তুমি চিন্তা করো না..আমি ম্যাত জিতিয়েই ছাড়ব'।
নেহরার ওই কথা শুনে সৌরভ তাঁর হাতেই বল তুলে দেন। কথা রেখেছিলেন নেহরা। শেষ ওভারে মইন খানকে আউট করেন তিনি। শুধু তাই নয়, শেষ ওভারে মাত্র তিন রান খরচ করে ভারতের জয় নিশ্চিত করেছিলেন নেহরা।