এ নিয়ে ভারত কোনও সরকারি প্রতিক্রিয়া না দিলেও নানা মহল ক্ষুব্ধ।
আসরানি ট্যুইট করেছেন, সাত মাস আগে উনি ভারতের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ভারত মানবসমাজকে আশা দিচ্ছে। আর আজ উনি ভারতকে নোংরা বলে অপমান করছেন। এটা সত্যি যে, এখানকার বাতাসের গুণমান খারাপ, কিন্তু তার চেয়েও বড় কথা, ট্রাম্প মিথ্যাবাদী।
চলতি বছরের গোড়ায় ট্রাম্প প্রথম ভারত সফরে বলিউডি ক্লাসিকস-এরও উল্লেখ করেছিলেন, বলিউডের প্রশংসা করে বলেছিলেন, গোটা বিশ্বের মানুষকে বিরাট আনন্দ দেয় বলিউডের তৈরি কনটেন্ট। মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছিল, এই সেই দেশ যেখানে বছরে বলিউড নামে খ্যাত প্রতিভা ও সৃষ্টিশীলতার ঘাঁটি থেকে বছরে ২০০০টা ছবি তৈরি হয়। এই পুরো বিশ্বে লোকে ভাংড়া, গান,বাজনা, নাচ, রোম্য়ান্স, ড্রামা, ডিডিএলজে, শোলে-র মতো ছবি থেকে বিরাট আনন্দ পায়।