মুম্বই: গত ফেব্রুয়ারিতে গুজরাতে  ‘নমস্তে ট্রাম্প’ শোভাযাত্রার সময় ‘ভারত গোটা মানবসমাজের আশা-ভরসা’ , আমেরিকা ভারতকে ‘ভালবাসে’, ‘সম্মান করে’, ডোনাল্ড  ট্রাম্পের  এই মন্তব্য মনে করিয়ে তাঁর তীব্র সমালোচনা করলেন লেখক-সম্পাদক অপূর্ব আসরানি। গত শুক্রবার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনের চূড়ান্ত বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনের বিপরীতে ট্রাম্প ভারতের বাতাসকে নোংরা, দূষিত বলেছেন। এজন্য় তাঁকে মিথ্যেবাদী বলেছেন আসরানি। বিতর্কে প্যারিস চুক্তি থেকে আমেরিকার সরে আসার সিদ্ধান্তের সমর্থনে ট্রাম্প বলেন, চিনকে দেখুন, কী নোংরা। রাশিয়া, ভারতের দিকে তাকান। নোংরা। বাতাস দূষিত ওখানকার।

এ  নিয়ে ভারত কোনও সরকারি প্রতিক্রিয়া না দিলেও নানা মহল ক্ষুব্ধ।

আসরানি ট্যুইট করেছেন, সাত মাস আগে উনি ভারতের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ভারত মানবসমাজকে  আশা দিচ্ছে। আর আজ উনি ভারতকে নোংরা বলে অপমান করছেন। এটা সত্যি যে, এখানকার বাতাসের গুণমান খারাপ, কিন্তু তার চেয়েও বড় কথা, ট্রাম্প মিথ্যাবাদী।


চলতি বছরের গোড়ায় ট্রাম্প প্রথম ভারত সফরে বলিউডি ক্লাসিকস-এরও উল্লেখ করেছিলেন, বলিউডের প্রশংসা করে বলেছিলেন, গোটা বিশ্বের মানুষকে বিরাট আনন্দ দেয় বলিউডের তৈরি কনটেন্ট। মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছিল, এই সেই দেশ যেখানে বছরে বলিউড নামে খ্যাত প্রতিভা ও সৃষ্টিশীলতার ঘাঁটি থেকে বছরে ২০০০টা ছবি তৈরি হয়। এই পুরো বিশ্বে লোকে ভাংড়া, গান,বাজনা, নাচ, রোম্য়ান্স, ড্রামা, ডিডিএলজে, শোলে-র মতো ছবি থেকে বিরাট আনন্দ পায়।