কলকাতা: বিদেশ থেকে ফিরেছেন দিন কয়েক আগেই। তাই পুজোর সময় ভীষণ সাবধানী অভিনেত্রী মিমি চক্রবর্তী। পঞ্চমীতে মুক্তি পেয়েছে মিমি-অনির্বাণ অভিনীত 'ড্রাকুলা স্যার'। অষ্টমীতে কসবায় নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সন্ধিপুজোর সময়ও ছিলেন তিনি। করোনা বিধি মেনেই তিনি সারলেন অঞ্জলি। তবে বরাবরই বড্ড সাবধানী তিনি।
পুজোয় আগাগোড়াই সুরক্ষাবিধি মেনে চলবেন, জানালেন এবিপি আনন্দকে। নিজের জন্য তো বটেই পরিবারের বাকিদের জন্যও ভীষণ সাবধানী মিমি। জানালেন, পুজো নিয়ে কোনও পরিকল্পনা নেই।'ড্রাকুলা স্যার-এর প্রিমিয়ারে নিজের হাতে বাবাকে পরালেন মাস্ক। প্রিমিয়ারে মাপা হয় শরীরের তাপমাত্রা। সামাজিক দূরত্ব বিধিও মানা হয় অক্ষরে অক্ষরে। সকলে ছবি দেখতে যান, চান মিমিও। 'তবে করোনা কালে কাউকে তো জোর করতে পারি না', বললেন দায়িত্বশীল সাংসদ।
অষ্টমীতে দিলেন অঞ্জলি, কিন্তু করোনা-বিধি মানছেন অক্ষরে-অক্ষরে, বলছেন মিমি চক্রবর্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 10:17 PM (IST)
কসবায় নিজের আবাসনের পুজোয় অষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সন্ধিপুজোর সময়ও ছিলেন তিনি। করোনা বিধি মেনেই তিনি সারলেন অঞ্জলি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -