কলকাতা: আজ মহানবমী। হোমাগ্নিতে চলছে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো হচ্ছে। কোথাও হোম, কোথাও বলি। পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে চলছে মায়ের আরাধনা।


নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উৎসবে বেজে উঠেছে বিষাদের সুর। মনে কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা আবহে পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে। পরিচিত ভিড় নেই। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দল বেঁধে ঠাকুর দেখা নেই। নিয়মের বিধিনিষেধে বাঁধা জীবন। তবু প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোণা শুরু।