নয়াদিল্লি: সমকামী সম্পর্ক অপরাধের আওতায় না পড়লেও, সমলিঙ্গের বিয়ে আজও নিষিদ্ধ দেশে (Same Sex Marriage)।  সেই নিয়ে শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিবাহিত সম্পর্কে বলতে যা বুঝি আমরা, তাতে দুই মানুষকে বিপরীত লিঙ্গেরই হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা রয়েছে কিনা, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি (CJI DY Chandrachud)।


সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি


সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। বৃহস্পতিবার তৃতীয় দিন মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরনের সম্পর্ককে (সমকামী) শুধুমাত্র শারীরিক সম্পর্ক হিসেবে দেখি না আমরা। বরং এই ধরনের সম্পর্ক তার চেয়ে বেশিই, স্থিতিশীল, আবেগমিশ্রিত, এবং মানসিক সংযোগও জড়িয়ে রয়েছে।”


সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের সদা পরিবর্তনশীল ধারণাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে এ দিন জানায় শীর্ষ আদালত। আর তাতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “বৈবাহিক সম্পর্কে দুই ব্যক্তির বিপরীত লিঙ্গের মানুষ হওয়া কি অত্যাবশ্যক?”


আরও পড়ুন: Heatwave in India: তাপপ্রবাহের মারাত্মক প্রভাব, দেশের একাধিক এলাকাকে 'বিপজ্জনক' ঘোষণা!


এ দিন বিচারপতি আরও জানান, ১৯৫৪ সালে দেশে বিশেষ বিবাহ আইন বলবৎ হওয়ার পর থেকে, গত ৬৯ বছরে আইনেও রদবদল ঘটেছে বিস্তর।  তাই সামাজিক ধ্যান-ধারণা, গণ্ডির বাইরে নিজেদের দেখেন যাঁরা, তাঁদেরও বিবাহের সুযোগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "সমকামিতাকে অপরাধমুক্ত করে আমরা শুধুমাত্র সমলিঙ্গের, প্রাপ্তবয়স্ক মানুষকে পারস্পরিক সম্মতিতে সম্পর্কে লিপ্ত হওয়ায় অনুমোদন দিইনি, তাঁদের স্থিতিশীল সম্পর্ককেও বৈধতা দিয়েছি।"


সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরে তীব্র আপত্তি কেন্দ্রীয় সরকারের


প্রধান বিচারপতির এই মন্তব্যে আশার আলো দেখতে শুরু করেছেন সমকামী মানুষ জন। তবে এ ক্ষেত্রে সরকারি আপত্তি এখনও খাঁড়া হয়ে ঝুলছে। কারণ সমকামী বিবাহে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। তাদের দাবি, সমকামী বিবাহের ধারণা আসলে শহুরে, অভিজাত মানসিকতার ফলশ্রুতি। আদালত নয়, সংসদই এ নিয়ে আলোচনার সর্বোত্তম জায়গা বলেও জানায় কেন্দ্র। সমলিঙ্গের বিবাহের আবেদনকে তাই আদালতে চ্যালেঞ্জ করেছে তারা। ভারতীয় সংস্কৃতিতে স্বামী, স্ত্রী, সন্তান এবং বিবাহের যে ধারণা, সমলিঙ্গের বিবাহ তার পরিপন্থী বলে দাবি কেন্দ্রের।