আরিজোনা: করোনাভাইরাসের ওষুধ ভেবে খেয়ে ফেলেছিলেন ক্লোরোকুইন ফসফেট। আমেরিকার আরিজোনায় প্রাণ হারালেন ১ ব্যক্তি, তাঁর স্ত্রী লড়ছেন মৃত্যুর সঙ্গে। অবশ্য এ ব্যাপারে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দায় এড়িয়ে যেতে পারেন না। মূলত অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের কাজে ব্যবহার হওয়া এই রাসায়নিকটি তিনি করোনাভাইরাসের ওষুধ বলে দাবি করেন, টুইটও করেন এ নিয়ে। বলেন, এই রাসায়নিকের ওষুধের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও আমেরিকার সংক্রমণজনিত রোগের সেরা বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি জানিয়ে দেন, এই রাসায়নিক ম্যালেরিয়ার ওষুধের নানা উপাদান থাকলেও এর নিরাপত্তা ও অসুখ সারানোর ক্ষমতা নিয়ে আগে পরীক্ষা করা জরুরি।

আরিজোনার ওই বছর ষাটেকের দম্পতির সম্ভবত ফসির সতর্কবার্তা নিয়ে জানা ছিল না। দেশের প্রেসিডেন্টের কথায় বিশ্বাস করে তাঁরা ওই রাসায়নিক খেয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন দুজনেই। ফিনিক্সের ব্যানার হেলথ হাসপাতাল জানিয়েছে, অসুস্থ দম্পতির একজনের মৃত্যু হয়েছে, তাঁর স্ত্রীরও অবস্থা ভাল নয়। হাসপাতাল বিবৃতি দিয়ে বলেছে, করোনা ঠেকাতে কখনওই ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন সেবন করা উচিত নয়।

করোনার এখনও কোনও ওষুধ বার হয়নি, এখনও পর্যন্ত রোগীদের যেটুকু চিকিৎসা করা গিয়েছে, তার বেশিরভাগটুকুই তাঁদের প্রাণশক্তি বাড়ানোর চেষ্টা, যাতে অসুখ নির্মূল হয় নিজে থেকে। যদিও চিকিৎসকরা এ ব্যাপারে তাঁদের যথাসাধ্য চেষ্টা করছেন। ব্যানার পয়জন অ্যান্ড ড্রাগ ইনফরমেশন সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ড্যানিয়েল ব্রুকস বলেছেন, কখনওই করোনা ঠেকাতে নিজে নিজে ইচ্ছেমত ওষুধ খেতে যাবেন না। যাঁরা হাসপাতালে ভর্তি হননি, তাঁদের অকারণে ক্লোরোকুইন জাতীয় ওষুধ না খেতে পরামর্শ দেওয়ার জন্যও চিকিৎসকদের অনুরোধ করেছেন তিনি।